South 24 Parganas News: প্রাণী পুষ্টি নিয়ে অসাধারণ কাজের স্বীকৃতি মিলল নামখানার শান্তনু বেরার
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
প্রাণী পুষ্টি নিয়ে অসাধারণ কাজের স্বীকৃতি মিলল নামখানার শান্তনু বেরার। শান্তনু বেরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল ফিশারিস সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ইতিমধ্যে তাঁর তৈরি প্রাণী পুষ্টির মডেল চিন্তাভাবনার ফলন দেখা যাচ্ছে সুন্দরবন এলাকায়।
নামখানা: প্রাণী পুষ্টি নিয়ে অসাধারণ কাজের স্বীকৃতি মিলল নামখানার শান্তনু বেরার। শান্তনু বেরা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল ফিশারিস সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ইতিমধ্যে তাঁর তৈরি প্রাণী পুষ্টির মডেল চিন্তাভাবনার ফলন দেখা যাচ্ছে সুন্দরবন এলাকায়।
তিনি দীর্ঘদিন ধরে প্রাণী পুষ্টি এবং সেটি মানুষের ক্ষেত্রে কতটা কাজে লাগছে এ নিয়ে গবেষণা করছেন। তিনি লক্ষ্য করেছিলেন প্রাণীদের খাবার জোগাতে গিয়ে কৃষকদের অনকটাই খরচ হয়। সেক্ষেত্রে খাবারের খরচ কমাতে প্রাকৃতিক জিনিসকে কাজে লাগিয়ে কিভাবে কম খরচে পুষ্টিকর খাবার তৈরি প্রাণী পালকদের উপকার করা যায় সেই দিকটা তিনি দেখছেন।
advertisement
advertisement
তাঁর সঙ্গে তাঁর ছাত্রদের একটি টিম কাজ করছে। এই প্রাণী পুষ্টি নিয়ে তিনি ৫০ টির বেশি রিসার্চ আর্টিকেল লিখেছেন ইতিমধ্যে। সমাজের প্রান্তিক মানুষদের জন্য তাঁর গবেষণা এবং মাঠে নেমে কাজ করার জন্য আগেও প্রশংসিত হয়েছিলেন তিনি।
advertisement
আর এবার তিনি ভারত গৌরব সম্মানে ভূষিত হয়েছেন। যদিও তিনি সশরীরে দিল্লিতে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। অনলাইন প্লাটফর্মের মাধ্যমে উপস্থিত ছিলেন, এবং পুরস্কারটি তিনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রহণ করেন।
এই পুরস্কার পেয়ে ড: শান্তনু বেরা বলেন, “পুরস্কার মানুষকে উদ্বুদ্ধ করে। সেক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং প্রফেশনাল ক্ষেত্রে দায়বদ্ধতা আরো বেড়ে যায়। মানুষের জন্য তিনি কাজ করছেন আর সেটাই করে যাবেন তিনি।”
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 20, 2025 9:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্রাণী পুষ্টি নিয়ে অসাধারণ কাজের স্বীকৃতি মিলল নামখানার শান্তনু বেরার