Shalimar Train Accident Main Reason: সকালের রেল দুর্ঘটনার 'মূল কারণ' লুকিয়ে নলপুরেই? সিগন্যাল রুমেই কি জট? চলছে তদন্ত
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
Shalimar Train Accident Main Reason: দুর্ঘটনার আগে নলপুর স্টেশনের রিলে রুমে 'লজিকের' কি কিছু বদল হয়েছিল? সেকেন্দ্রবাদ-শালিমার এক্সপ্রেস দুর্ঘটনার ‘মূল কারণ চিহ্নিত হয়ে গিয়েছে’ বলে একাংশের দাবি।
কলকাতা: রেলের স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা কি কেউ বদলাতে পারেন? পারলে কী ভাবে তা সম্ভব? দুর্ঘটনার আগে নলপুর স্টেশনের রিলে রুমে ‘লজিকের’ কি কিছু বদল হয়েছিল? সেকেন্দ্রবাদ-শালিমার এক্সপ্রেস দুর্ঘটনার ‘মূল কারণ চিহ্নিত হয়ে গিয়েছে’ বলে একাংশ দাবি করলেও এইসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। চলছে তদন্ত। তদন্তকারীদের নজরে নলপুর স্টেশনের রিলে রুম। রেল বিশেষজ্ঞরা বলছেন, সিগন্যাল ও পয়েন্ট সেটের ক্ষেত্রে রিলেরুমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এখান থেকে সিগন্যাল এবং পয়েন্টের সমন্বয় ছিন্ন করা সম্ভব।
আরও পড়ুন- মর্মান্তিক! কন্যাসন্তান হওয়াতে সদ্যোজাতকে মাটিতে পুঁতে দিল পরিবার! মন্দিরবাজারে শোরগোল
যে জায়গায় রেল দূর্ঘটনা ঘটেছে সেখানে পয়েন্ট সেটিংয়ে বিভ্রাট হয়েছে বলে মনে করা হচ্ছে। এই বিভ্রাট কার্যত অবাক করেছে রেল আধিকারিকদের। কী ভাবে ইঞ্জিন আর তার পরের বগির পরেই পয়েন্ট রিভার্স হয়ে গেল? তার উত্তর খুঁজছেন তদন্তকারীরা। সেই কারণেই নজরে রিলে রুম। পাঁচ সদস্যের তদন্তকারীরা এটি খতিয়ে দেখছেন।
advertisement

advertisement
advertisement
শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীন খড়্গপুর ডিভিশনের শালিমার স্টেশনে ঢোকার আগে নলপুরের কাছে ট্রেন দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেস ট্রেনের পর পর তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে একটি পার্সেল ভ্যান হলেও দু’টি কামরায় যাত্রীরা ছিলেন। হতাহতের কোনও খবর নেই। তবে, দুর্ঘটনার জেরে রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
advertisement
শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীন খড়্গপুর ডিভিশনের শালিমার স্টেশনে ঢোকার আগে নলপুরের কাছে ট্রেন দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেস ট্রেনের পর পর তিনটি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে একটি পার্সেল ভ্যান হলেও দু’টি কামরায় যাত্রীরা ছিলেন। হতাহতের কোনও খবর নেই। তবে, দুর্ঘটনার জেরে রেলের দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। থমকে ছিল বন্দে ভারত-সহ একাধিক এক্সপ্রেস ট্রেনও। ৪ ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয় ধীরে ধীরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 09, 2024 3:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shalimar Train Accident Main Reason: সকালের রেল দুর্ঘটনার 'মূল কারণ' লুকিয়ে নলপুরেই? সিগন্যাল রুমেই কি জট? চলছে তদন্ত








