• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • আদিবাসী-অবরোধ উঠেছে, তবু আজও বাতিল বহু ট্রেন!

আদিবাসী-অবরোধ উঠেছে, তবু আজও বাতিল বহু ট্রেন!

File Pix

File Pix

রেল সূত্রের খবর, বাতিল করা হয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ও সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা৷ বাতিল ইস্পাত এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেসও৷ আদিবাসী ভাষার স্বীকৃতির দাবিতে সোমবার রেল অবরোধ করে বেশ কয়েকটি আদিবাসী সংগঠন ৷

 • Share this:

  #ঝাড়গ্রাম: টানা ২১ ঘণ্টা পর আদিবাসী সংগঠনের অবরোধ উঠলেও হাওড়া ও খড়গপুর শাখায় একাধিক ট্রেন বাতিলের জেরে কাজের দিনে সকালেই চরম ভোগান্তিতে যাত্রীরা৷ অবরোধের জেরে বাতিল করা হয়েছে হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস৷ বাতিল লালমাটি এক্সপ্রেসও৷ ঘুর পথে চলছে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন৷

  আরও পড়ুন: সোমবার সাতসকালে রেল অবরোধে ভোগান্তি নিত্যযাত্রীদের

  রেল সূত্রের খবর, বাতিল করা হয়েছে হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ও সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা৷ বাতিল ইস্পাত এক্সপ্রেস, আরণ্যক এক্সপ্রেসও৷ আদিবাসী ভাষার স্বীকৃতির দাবিতে সোমবার রেল অবরোধ করে বেশ কয়েকটি আদিবাসী সংগঠন ৷ সাঁওতালি ভাষার স্বীকৃতি-সহ ৯ দফা দাবিতে রেল অবরোধ করেন আদিবাসীরা ৷ পাশাপাশি সাঁওতাল সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির দাবিতে খেমাশুলি ও শালবনিতে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ খেমাশুলিতে অবরোধের জেরে খড়গপুর-টাটা শাখায় বন্ধ ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় ৷

  সোমবার রাতে অবরোধ উঠলেও মঙ্গলবারও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন৷ বিভিন্ন স্টেশনে ঘণ্টাযর পর ঘণ্টা দাঁড়িয়ে যাচ্চে ট্রেন৷ শিশু, বয়স্কদের নিয়ে দুর্ভোগ পরিবারের৷ বহু ট্রেনে মিলছে না পানীয় জল৷ খাবারের ব্যবস্থাও নেই বলে অভিযোগ৷ প্রচণ্ড গরমে নাভিশ্বাস যাত্রীদের৷ হাওড়াগামী কোরাপুট এক্সপ্রেসেও ভোগান্তি৷ গতকাল রাত ১:১৫ থেকে ট্রেনটি দাঁড়িয়েছিল টাটানগরে৷ ভোর ৫টা পর্যন্ত টাটানগর ছাড়ে৷ সকাল ৭টায় ট্রেনটি ঢোকে খড়গপুরে৷ খড়গপুরে আবার টানা দেড়ঘণ্টা দাঁড়িয়েছিল ট্রেনটি৷ রেলের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ৷ একাধিক ট্রেনেই দুর্ভোগের এক ছবি৷

  আরও ভিডিও: তীব্র গরমে একাধিক ট্রেন বাতিল! দেখুন কী অবস্থা 

  First published: