West Bengal news: গোবরডাঙ্গায় ভয়ঙ্কর কাণ্ড! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সাতটি দোকান, ঘুম উড়ল এলাকাবাসীর

Last Updated:

West Bengal news: গোবরডাঙ্গার চার নম্বর ওয়ার্ড ব্রিজ সংলগ্ন রাস্তার পাশেই এভাবে সাতটি দোকান ধসে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে।

ধসে পড়া দোকান
ধসে পড়া দোকান
উত্তর ২৪ পরগনা: সরকারি জায়গা দখল মুক্ত করার নির্দেশ অনেক আগেই দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার রাজ্যসড়ক লাগোয়া গোবরডাঙ্গার কালিবাড়ি মোড় এলাকায় জমিদার বাড়ির পুকুরে অবৈধভাবে নির্মাণ করা পরপর সাতটি দোকানের, হঠাৎই মাটি আলগা হয়ে ধস নেমে উল্টে পড়ল।
গোবরডাঙ্গার চার নম্বর ওয়ার্ড ব্রিজ সংলগ্ন রাস্তার পাশেই এভাবে সাতটি দোকান ধসে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি রিতা মুখোপাধ্যায় অবশ্য স্বীকার করে নিচ্ছেন, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে গজিয়ে ওঠা দোকান তোলার ক্ষেত্রে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তাঁর জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হওয়ার পূর্বেই এই দোকান হয়েছে বলেও জানিয়ে দেন রীতা মুখোপাধ্যায়। তিনি এও জানান, ওই জায়গাটি পিডব্লিউডির হওয়ায় বিষয়টি তার নজরদারির মধ্যে হলেও এর কোনও রিপোর্ট বা অভিযোগ তাঁর কাছে আসেনি। ফলে তাই তিনি ব্যবস্থা নিতে পারেননি।
advertisement
advertisement
আগে ক্ষমতায় থাকা জনপ্রতিনিধিদের উপর দায় চাপাতেই দেখা যায় এলাকার স্থানীয় জনপ্রতিনিধিকে। ঘটনার খবর পেয়েই পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে ছুটে আসেন গোবরডাঙ্গা পৌরসভার পুরপ্রধান শঙ্কর দত্ত। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, রাস্তার পাশে থাকা ওই জায়গাটি পুকুরের এলাকা হওয়ার কারণে ভূগর্ভস্থ মাটি ইঁদুরের গর্তের কারণে সুরঙ্গ হয়ে গিয়েছে ফলে মাটি আলগা হয়েই এই ধরনের বিপত্তি ঘটেছে।
advertisement
ইট দিয়ে গাঁথা বিল্ডিংয়ের ভার সহ্য করতে না পেরেই এদিন ভোরে পরপর সাতটি দোকানে ধস নেমে তলিয়ে যায় পিছন দিকে। কোনও রকম ঝড়বৃষ্টি ছাড়াই হঠাৎই এভাবে দোকানগুলি পুকুরের উল্টে পড়তেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। ওই এলাকায় ধসে ভেঙে পড়া দোকান মালিকরা অবশ্য ব্যাপক লোকসান হয়েছে বলেও দাবি করেন। তবে ঘটনায় কোন রকম প্রাণহানীর ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। তবে পৌর প্রধান শঙ্কর দত্ত জানিয়েছেন, পুকুরের মাটি ফিলিং এর কাজ পৌরসভার তরফ থেকে করে দেওয়া হবে, যাতে ওই দোকানদাররা রুটি-রুজি না হারায় সে বিষয়ে ভাবনাচিন্তা করা হবে বলে জানান চেয়ারম্যান।
advertisement
ঘটনার পর থেকেই আশপাশের এলাকার মানুষজন ভিড় জমান গোবরডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায়। ছুটে আসেন গোবরডাঙ্গা থানার পুলিশ আধিকারিকেরাও। এখন দেখার পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কী ভূমিকা গ্রহণ করে, পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের কোন ব্যবস্থা করা হয় কি না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: গোবরডাঙ্গায় ভয়ঙ্কর কাণ্ড! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সাতটি দোকান, ঘুম উড়ল এলাকাবাসীর
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement