South 24 Parganas News: ৭ ফুট লম্বা, রাক্ষুসে চেহারা, ফলতার খালে কালো কুচকুচে ওটা কী! কাছে যেতেই হাড়হিম সকলের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
South 24 Parganas News: ফলতার কাঁটাখালির গিলেতলা এলাকায় দেখা গেল একটি পূর্ণবয়স্ক কুমির। হুগলি নদী থেকে ডাঙায় উঠে কুমিরটি পাশে থাকা একটি খালে চলে এসেছিল। এই এলাকায় সচারাচর কুমির দেখা যায়না, ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ফলতা: ফলতার কাঁটাখালির গিলেতলা এলাকায় দেখা গেল একটি পূর্ণবয়স্ক কুমির। হুগলি নদী থেকে ডাঙায় উঠে কুমিরটি পাশে থাকা একটি খালে চলে এসেছিল। এই এলাকায় সচারাচর কুমির দেখা যায়না, ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এই ঘটনার পর ফলতা থানায় খবর দেয় স্থানীয়রা। এরপর সেখান থেকে খবর দেওয়া হয় বনদফতরে। সেখান থেকে বনদফতরের কর্মীরা এসে কুমিরটিকে উদ্ধার করে। কুমিরটি প্রায় ৭ ফুট লম্বা। জোয়ারের সময় কোনও কারণে এই কুমিরটি চলে এসেছিল বলে মনে করছেন সকলেই। কিন্তু ফলতায় সচারাচর কুমির দেখতে পাওয়া যায় না, যা ভাবাচ্ছে সকলকে।
advertisement
advertisement
এই কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ভগবৎপুরে। সেখানে কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এছাড়াও কীভাবে কুমিরটি অত দূরে চলে গেল তাও দেখা হবে। এরপর কুমিরটিকে ছাড়া হবে সুন্দরবনের জঙ্গলে খাঁড়ি এলাকায়।
advertisement
এদিকে কুমির আসার খবর শুনেই স্থানীয় বাসিন্দারা খালপাড়ে ভিড় জমান। খালে জল কম থাকায় কুমিরটি পরিষ্কার দেখা যাচ্ছিল। ফলে ভিড় বাড়ছিল। এরপর বনদফতরের কর্মীরা এসে প্রায় ঘন্টা দু’য়েকের চেষ্টায় কুমিরটিকে বাগে আনে। কুমিরটিকে ধরার পর স্থানীয় বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই এলাকায় আগে কুমির আসেনি। ফলে এখন কীভাবে এল কিংবা আরও অন্য কুমির এসেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 19, 2025 7:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ৭ ফুট লম্বা, রাক্ষুসে চেহারা, ফলতার খালে কালো কুচকুচে ওটা কী! কাছে যেতেই হাড়হিম সকলের