Woman Rescued: মাঝরাতে রাস্তায় পড়ে রক্তাক্ত মহিলা, স্থানীয় যুবকদের নজরে পড়তেই যা হল....
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:kaustav bhowmick
Last Updated:
Woman Rescued: স্থানীয় কয়েকজন যুবক হাড়োয়ায় নিজেদের কাজ মিটিয়ে বাইকে করে বাড়িতে ফিরছিলেন। তাঁরাই ওই মহিলাকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন
উত্তর ২৪ পরগনা: মাঝরাতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন মহিলা। দেখতে পেয়ে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্থানীয় যুবকরা। চিকিৎসার ব্যবস্থা করলেন তাঁরা। হাড়োয়ার ঘটনা।
উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের মাজমপুর মেছোভেড়ি সংলগ্ন এলাকার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বছর ৩৫-এর এক মহিলা। সেই সময় স্থানীয় কয়েকজন যুবক হাড়োয়ায় নিজেদের কাজ মিটিয়ে বাইকে করে বাড়িতে ফিরছিলেন। তাঁরাই ওই মহিলাকে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত ওই মহিলার মাথায় প্রায় তিনটি সেলাই পড়েছে। তিনি এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। তবে কীভাবে আহত হলেন, আর কেনই বা তিনি রাতের অন্ধকারে রাস্তার পাশে পড়েছিলেন সেটা এখনও জানা যায়নি। তবে স্থানীয় একটি সূত্র মারফত দাবি করা হয়েছে, ওই মহিলা ভবঘুরে এবং মানসিক ভারসাম্যহীন। তবে এলাকার ওই যুবকদের তৎপরতাতেই কার্যত তাঁর প্রাণ রক্ষা পেয়েছে বলে মনে করছেন সকলে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে ওই মহিলার ঠিকানা জানার জন্য খোঁজ চালানো হচ্ছে।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 22, 2024 1:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Woman Rescued: মাঝরাতে রাস্তায় পড়ে রক্তাক্ত মহিলা, স্থানীয় যুবকদের নজরে পড়তেই যা হল....









