Purulia News: বুড়ো হাড়ের ভেলকি! ষাটোর্ধ্বরা যা করে দেখালেন স্যালুট জানাবেন আপনিও
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: মনের ইচ্ছে থাকলে সবটাই সম্ভব। তাতে বয়স যাই হোক না কেন। ওই যে বলে না মনের বয়সের কাছে বাস্তবের বয়সও হার মেনে যায়, কথাটা বোধহয় এই কারণেই প্রযোজ্য।
পুরুলিয়া: মনের ইচ্ছে থাকলে সবটাই সম্ভব। তাতে বয়স যাই হোক না কেন। ওই যে বলে না মনের বয়সের কাছে বাস্তবের বয়সও হার মেনে যায়, কথাটা বোধহয় এই কারণেই প্রযোজ্য। আর তাই তো ষাটোর্ধ্বরা এবার এগিয়ে এলেন রক ক্লাইম্বিং-এ। শীতের এই মরশুমে পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে রক ক্লাইম্বিং-হয়ে থাকে। তার মধ্যে অন্যতম পুরুলিয়ার গজাবুরু পাহাড়। পাহাড় প্রেমীদের কাছে খুবই পছন্দের এই জায়গাটি। বিশেষত যারা পাহাড়ের ট্রেকিং করতে ভালোবাসেন তাদের কাছে এক প্রকার স্বর্গ এই গজাবুরু পাহাড়। এখানে মূলত যারা পাহাড়ে ট্রেকিং করেন তারাই বেশি আসেন।
এবার এই পাহাড়ের কোলে ভিড় জমাল ৬০-ঊর্ধ্ব রক ক্লাইম্বিরাররা। রীতিমত তাক লাগিয়ে দিয়েছে তাদের কার্যকলাপ। বয়সের বাঁধন খুলে তারা এক প্রকার শৈশবে ফিরে গিয়েছেন। এ বিষয়ে ওই গ্রুপের সদস্যরা বলেন, তাদের ভীষণই ভালো লাগছে এই বয়সেও এই ধরনের অ্যাক্টিভিটি করতে পেরে। তাদের ট্রেনার সমস্ত ভাবেই তাদেরকে সহযোগিতা করছেন। একেবারে শৈশবে ফিরে গিয়েছেন তারা। এই চারটি দিন তারা সবকিছু ভুলে একেবারে আনন্দে মেতে উঠেছিলেন।
advertisement
এ বিষয়ে ট্রেনার প্রলয় হাজরা বলেন,”তিনি প্রায়সই রক ক্লাইমিং ট্রেনিং এর জন্য বিভিন্ন জায়গায় যান। তবে এই ট্রিপ একেবারেই অন্যরকম। এভাবে সিনিয়র সিটিজেনদের নিয়ে রক ক্লাইমিং-এর একেবারেই অন্যরকম অভিজ্ঞতা হয়েছে তার। ছোটদের সঙ্গে সমান ভাবে পাল্লা দিচ্ছেন এনারা।” এই বিষয়ে ক্যাম্প কর্তৃপক্ষ তরফ থেকে জানা গিয়েছে , এই প্রথমবার তাদের ক্যাম্পে এই ধরনের গ্রুপ এসেছে। তাদেরও ভীষণই ভালো লাগছে। সকলে সুরক্ষার কথা চিন্তা করে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ Sourav Ganguly: ফের সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে বিপদ! এক বছরের কম ব্যবধানে একই ঘটনা ৩ বার!
প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার অন্যতম ঠিকানা গজাবুরু পাহাড়। আর এই পাহাড়ের অন্যতম আকর্ষণ রক ক্লাইম্বিং। আর সেখানেই দেখা গেল সিনিয়র সিটিজেনদের চাঁদের হাট। বুড়ো হাড়ের কেরামতি তাজ্জব করেছে এলাকার বাসিন্দা থেকে বিভিন্ন পর্যটককেও।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2025 4:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বুড়ো হাড়ের ভেলকি! ষাটোর্ধ্বরা যা করে দেখালেন স্যালুট জানাবেন আপনিও