কড়া নিরাপত্তা ব্যবস্থা বোলপুর স্টেশনে... স্টেশন পরিদর্শন করলেন প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার

Last Updated:

এই গুরুত্বপূর্ণ পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্রে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করাই ছিল এই পরিদর্শনের উদ্দেশ্য।

News18
News18
বোলপুর: বোলপুর স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করলেন পূর্ব রেলের আইজি-কাম-পিএসসিএস। পূর্ব রেলের আইজি-কাম-প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার অমিয়নন্দন সিনহা বোলপুর স্টেশন পরিদর্শন করেন। এই গুরুত্বপূর্ণ পর্যটন ও সাংস্কৃতিক কেন্দ্রে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করাই ছিল এই পরিদর্শনের উদ্দেশ্য।
পরিদর্শনকালে সিনহা বলেন, ‘বোলপুর বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে এবং রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) পক্ষ থেকে উচ্চস্তরের সতর্কতা ও পেশাদারিত্ব প্রয়োজন।’
তিনি একটি সুরক্ষা সম্মেলনে সভাপতিত্ব করেন। ব্যাগেজ স্ক্যানারে নিযুক্ত কর্মীদের বিচক্ষণতার সঙ্গে  নজরদারি বজায় রাখার নির্দেশ দেন এবং যাত্রীদের নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারির কার্যকর ব্যবহারের উপর জোর দেন।
advertisement
advertisement
রেল সুরক্ষা বাহিনীর আধিকারিকরা জানাচ্ছেন, এই পরিদর্শন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ক্ষেত্রে পূর্ব রেল আরপিএফ-এর ধারাবাহিক প্রচেষ্টাকেই প্রতিফলিত করে। আধিকারিকরা জানাচ্ছেন, বোলপুর স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষত সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনার কারণে নিরাপত্তা তল্লাশি ও নজরদারি বাড়ানো হয়েছে, যার মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ড্রোন নজরদারি এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) ও অন্যান্য পুলিশি তৎপরতাও রয়েছে। পৌষমেলা উপলক্ষ্যে অনেক মানুষ এখানে এসেছেন। আবার নতুন বছর উদযাপন উপলক্ষ্যে দেশি-বিদেশি পর্যটকেরা এখানে যাতায়াত করেন। সেই কারণে এখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা হয়েছে। উত্তরবঙ্গের সঙ্গে সংযোগ রাখে এমন একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বোলপুর স্টেশনে থামে। তাই নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কড়া নিরাপত্তা ব্যবস্থা বোলপুর স্টেশনে... স্টেশন পরিদর্শন করলেন প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার
Next Article
advertisement
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
  • বাম-আইএসএফ জোট আলোচনা শুরু৷

  • আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে নওশাদ সিদ্দিকি৷

  • বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম৷

VIEW MORE
advertisement
advertisement