Security Advice: রানিগঞ্জের ডাকাতি থেকে বিরাট শিক্ষা, বদলে গেল একগুচ্ছ নিয়ম
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Security Advice: ব্যাঙ্ক, গয়নার দোকানগুলির নিরাপত্তার দিকে বিশেষভাবে জোর দিতে বলা হয়েছে। তার জন্য পুলিশের তরফ থেকে বিশেষ টিপসও দেওয়া হয়
পশ্চিম বর্ধমান: রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনা রীতিমত নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। এই ঘটনার পর রীতিমত নড়ে চড়ে বসেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এরপর তারা একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। সতর্ক করা হয়েছে এখানকার প্রতিটি ব্যাঙ্ক, গয়নার দোকান এবং আর্থিক সংস্থাগুলিকে।
এদিন দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে পুলিশের তরফে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির ছিলেন পুলিশের শীর্ষ কর্তারা। পাশাপাশি বিভিন্ন ব্যাঙ্কের আধিকারিক, বিভিন্ন গয়নার দোকানের মালিক, গোল্ড লোন দেওয়া সংস্থার আধিকারিক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেই নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে একটি আলোচনা হয়। এই বইটাকে দু’পক্ষই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিজেদের মতামত বিস্তারিতভাবে তুলে ধরেন।
advertisement
advertisement
এই বৈঠকে ব্যাঙ্ক, গয়নার দোকানগুলির নিরাপত্তার দিকে বিশেষভাবে জোর দিতে বলা হয়েছে। তার জন্য পুলিশের তরফ থেকে বিশেষ টিপসও দেওয়া হয়। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ বা অন্যান্য সংস্থাগুলিকে নিরাপত্তার জন্য কী কী পদক্ষেপ করতে বলা হয়েছে সেই বিষয়ে মুখ খোলেননি পুলিশকর্তারা। মূলত নিরাপত্তার স্বার্থেই এই বিষয়গুলি গোপন রাখা হয়েছে। তবে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে সিসিটিভির দিকে।
advertisement
পুলিশ সূত্রে খবর, এই ধরনের দুষ্কৃতী কার্যকলাপ রুখতে পুলিশ আরও কঠোর ব্যবস্থা নিতে চাইছে। যে কারণে শহরজুড়ে আরও বেশি সিসিটিভি লাগানো হবে। সিসিটিভিগুলি যাতে সর্বক্ষণ কাজ করে তার জন্য লাগাতার নজরদারি চলবে বলে জানা গিয়েছে। অন্যদিকে আর্থিক সংস্থাগুলিকেও সিসিটিভির দিকে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। একই সঙ্গে ব্যাঙ্কগুলিকে এমারজেন্সি অ্যালার্ম সংক্রান্ত বিষয়ে সতর্ক হতে বলা হয়েছে। সোনার দোকানগুলিকে পর্যাপ্ত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2024 10:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Security Advice: রানিগঞ্জের ডাকাতি থেকে বিরাট শিক্ষা, বদলে গেল একগুচ্ছ নিয়ম