Smuggling: স্কুটির টিউব, তাতে যা লুকনো ছিল, ২ কোটি টাকার জিনিস উদ্ধার, 'কায়দা' দেখে থ পুলিশও

Last Updated:

Smuggling Case : হাকিমপুর চেকপোস্টে তল্লাশি চালিয়ে জওয়ানরা উদ্ধার করল একেবারে সিনেমার মতো কাণ্ড—স্কুটির টিউবের ভেতর লুকিয়ে রাখা ছিল ২০ পিস সোনার বিস্কুট।

ছবি প্রতিকী
ছবি প্রতিকী
স্বরূপনগর, জুলফিকার মোল্যা: স্কুটির টিউব ফুঁড়ে বেরোল সোনার বিস্কুট! গ্রেফতার পাচারকারী। সীমান্তে বিএসএফ-এর কড়া নজরদারি। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে নাটকীয় ঘটনায় বড় সাফল্য পেল বিএসএফ। এদিন দুপুরে হাকিমপুর চেকপোস্টে তল্লাশি চালিয়ে জওয়ানরা উদ্ধার করল একেবারে সিনেমার মতো কাণ্ড—স্কুটির টিউবের ভেতর লুকিয়ে রাখা ছিল ২০ পিস সোনার বিস্কুট।
গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ-এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনী পাচারচক্রের নড়াচড়া টের পায়। এরপর হাকিমপুর সীমান্তে আটক করা হয় উদয় সরকার নামে এক পাচারকারীকে। তল্লাশি চালিয়ে তার স্কুটি থেকে বেরিয়ে আসে সোনার এই বিপুল চালান। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় দুকোটি টাকা।
আরও পড়ুন- জলের দরে মিলছে ইলিশ! দাম ৩০০ টাকা…! ওজন কত, সুস্বাদু হবে তো…?
বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা চলছিল বলেই অনুমান করা হচ্ছে। ধৃত পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য বিএসএফের হেফাজতে রাখা হয়েছে। চক্রের পিছনে আর কে বা কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে। সীমান্ত এলাকায় বারবার এভাবে সোনার পাচার ধরা পড়ায় বিএসএফ নজরদারি আরও কড়া করেছে। তবে স্কুটির টিউবের মধ্যে সোনা পাচারের এই অভিনব কৌশল দেখে চমকে উঠেছেন তদন্তকারীরাও।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Smuggling: স্কুটির টিউব, তাতে যা লুকনো ছিল, ২ কোটি টাকার জিনিস উদ্ধার, 'কায়দা' দেখে থ পুলিশও
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement