বইয়ের বাইরে হাতে-কলমে বিজ্ঞানকে জানার চেষ্টা
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
গ্রাম্য এলাকার স্কুলগুলিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনার প্রতি খুব বেশি আগ্রহ দেখা যায় না ছাত্র-ছাত্রীদের। সেই ধারাবাহিকতা ছেদ করে পরিস্থিতিতে বদল আনতে বিজ্ঞান বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বহু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বিজ্ঞানকে বইয়ের বাইরে নিয়ে হাতে-কলমে শিক্ষার উদ্যোগ বসিরহাটে। বিজ্ঞান কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকলে শিক্ষার্থীরা তার মর্ম ঠিকভাবে উপলব্ধি করতে পারে না। সেই ভাবনা থেকেই উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার একাধিক গ্রামের স্কুলে অনুষ্ঠিত হল এক বিশেষ বিজ্ঞান কর্মশালা। এই কর্মসূচির উদ্যোগ নেয় সেন্টার অফ বায়োলজিক্যাল সায়েন্স।
মূলত গ্রাম্য এলাকার স্কুলগুলিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনার প্রতি খুব বেশি আগ্রহ দেখা যায় না ছাত্র-ছাত্রীদের। সেই ধারাবাহিকতা ছেদ করে পরিস্থিতিতে বদল আনতে বিজ্ঞান বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় বহু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তাদের হাতে-কলমে বিভিন্ন গাছপালা ও প্রাকৃতিক উপকরণ তুলে দিয়ে শেখানো হয় বিজ্ঞানের নানা প্রক্রিয়া ও ধারণা। এতে শিক্ষার্থীরা শুধু পড়াশোনার মাধ্যমে নয়, বাস্তবের সাথে মিলিয়ে বিজ্ঞানের ব্যবহারিক দিকগুলি অনুধাবন করতে পেরেছে।
advertisement
আরও পড়ুন: ব্যবসায়ীদের উপর চড়াও! অভিযোগ উঠতেই ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল
শিক্ষকদের মতে, এই ধরনের হাতে-কলমে শিক্ষা শিক্ষার্থীদের কৌতূহল বাড়ায় এবং ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনার প্রতি আগ্রহী করে তোলে। অন্যদিকে, ছাত্র-ছাত্রীরাও জানায় যে বইয়ের বাইরে এভাবে বিজ্ঞানের অভিজ্ঞতা তাদের কাছে আরও আকর্ষণীয় ও সহজবোধ্য মনে হয়েছে। এই কর্মশালা বসিরহাটের শিক্ষাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় মহল মনে করছে, ভবিষ্যতে আরও বেশি করে এমন আয়োজন হলে পড়ুয়াদের বিজ্ঞানপ্রেম ও গবেষণামুখী মনোভাব গড়ে উঠবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 6:41 AM IST