Nadia News: মাটি ছেড়ে হাতে পেনসিল ধরল ইটভাটার শিশুরা, স্কুল শিক্ষকের উদ্যোগে খুশি সকলে
- Published by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
Nadia News: স্কুল শিক্ষক নিজের উদ্যোগে ভিন রাজ্য থেকে আসা ইট ভাটার শ্রমিকদের ছেলেমেয়েদের ভাটার মধ্যেই পড়াশোনার ব্যবস্থা, আর শিক্ষককে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন তারই ছাত্র-ছাত্রীরা।
পূর্বস্থলী: স্কুল শিক্ষক নিজের উদ্যোগে ভিন রাজ্য থেকে আসা ইট ভাটার শ্রমিকদের ছেলেমেয়েদের ভাটার মধ্যেই পড়াশোনার ব্যবস্থা, আর শিক্ষককে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন তারই ছাত্র-ছাত্রীরা। বিগত বেশ কয়েক বছর ধরে পূর্বস্থলী দু’নম্বর ব্লকের নীলমণি ব্রহ্মচারী ইনস্টিটিউশনের শিক্ষক সমেশ মন্ডল এমনই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
এদিন পূর্বস্থলীর একটি ইটভাটায় পরিযায়ী শ্রমিকের শিশুদের পড়াশোনার পাশাপাশি টিফিনেরও ব্যবস্থা করেন তিনি। সমেশ বাবুর কথায় এই কাজে কিছু এনজিও আমাকে সহযোগিতা করে। যখন তাদের সহযোগিতা না পাই নিজের উদ্যোগে এই কাজ চালিয়ে নিয়ে যাই। আগামী দিনেও আরও বেশ কয়েকটি ইটভাটায় এই শিশুদের শিক্ষার আলোয় পৌঁছে দেওয়াই লক্ষ্য সমেস বাবুর।
advertisement
স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেশ মন্ডল লক্ষ্য করেন ইটভাটায় কর্মরত শ্রমিকদের ছোট ছোট ছেলেমেয়েরা সারাদিন খোলা আকাশের নীচে সময় কাটাচ্ছে। শিক্ষা থেকে এত বড়ো একটি অংশ বঞ্চিত থাকছে দেখে তিনি নিজেই উদ্যোগী হন। সমেশ বাবু নিজে এবং আরও কিছু স্বেচ্ছাসেবক তার ছাত্র ছাত্রীরাই বিনামূল্যে ছেলেমেয়েদের পড়াতে শুরু করেন। বাংলা, ইংরেজি, অঙ্কের পাশাপাশি ছোটদের জন্য গান, গল্প ও ছবি আঁকার ক্লাসও নেওয়া হয়। শিশুদের আগ্রহ বাড়াতে মাঝে মাঝে খাতা-পেনসিল, বই ও পোশাকও বিতরণ করা হয়।
advertisement
advertisement
এই উদ্যোগে শ্রমিকরাও প্রবল উৎসাহ দেখিয়েছেন। তাঁরা এখন বুঝেছেন, তাঁদের সন্তানের ভবিষ্যৎ গড়ার চাবিকাঠি শিক্ষার হাতেই। ইতিমধ্যে বেশ কিছু শিশু স্থানীয় স্কুলে ভর্তি হয়েছে। পড়াশোনার পাশাপাশি তারা স্বপ্ন দেখতে শুরু করেছে এক আলোকিত জীবনের। শিক্ষক সমেশ বাবুর কথায়,”শিক্ষা আলো। এই আলো থেকে কোনো শিশুই বঞ্চিত হবে না, এটাই আমাদের লক্ষ্য।” এই মানবিক প্রচেষ্টা সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। দেখিয়েছে, ইচ্ছে থাকলে ছোট ছোট উদ্যোগও বদলে দিতে পারে অনেক শিশুর ভবিষ্যৎ।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 28, 2025 8:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: মাটি ছেড়ে হাতে পেনসিল ধরল ইটভাটার শিশুরা, স্কুল শিক্ষকের উদ্যোগে খুশি সকলে







