Howrah News: খেলার সরঞ্জাম কেনার টাকা নেই, তবে বুদ্ধি খাটিয়ে ৪ দশক ধরে বিনা পয়সায় জিমন্যাস্টিক প্রশিক্ষণ দিচ্ছেন এই স্কুল শিক্ষক

Last Updated:

প্রায় ৪ দশকেরও বেশি সময় ধরে গ্রামে জিমন্যাস্টিক প্রশিক্ষণ দিচ্ছেন একজন স্কুল শিক্ষক

+
জিমন্যাস্টিক

জিমন্যাস্টিক প্রশিক্ষণ

হাওড়া: বিনা পয়সায় জিমন্যাস্টিক প্রশিক্ষণ দিচ্ছেন স্কুল শিক্ষক! যেখানে গ্রামের অধিকাংশ পরিবার অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ যোগাতে হিমশিম খেতে হয়। এমন পরিবারের ছেলেমেয়েরা দারুণ মনোযোগ দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে এখানে। প্রায় সমস্ত রকম জিমন্যাস্টিক খেলার অনুশীলন হয়ে থাকে। যদিও খেলার সরঞ্জামের অভাব রয়েছে এখানে।
তবে নিজেরা হাতে তৈরি সরঞ্জামেতেই চলে অনুশীলন। এই সমস্ত সরঞ্জামের মধ্যে ভল্ট দেওয়ার ম্যাট তৈরি করা হয়েছে বাজার থেকে তুলো কিনে। আবার গাছের সঙ্গে অন্য গাছে দড়ি বেঁধে রিং ঝোলানো। বাজার থেকে লোহার সিট লোহার রড কিনে কিনে টেবিল। এছাড়াও বাঁশে দড়ি বেঁধে হার্ডেলস। এক এক করে সমস্ত খেলার সরঞ্জাম। নানা জিনিস জোড় লাগিয়ে নিজেদের খেলার উপযোগী করে নেওয়া হয়েছে। গ্রামের ছেলেমেয়েদের স্বাস্থ্য ঠিক রাখতে প্রশিক্ষণ দিয়ে মানসিক তৃপ্তি পান অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সুভাষ জাটি।
advertisement
advertisement
সামর্থ্য নেই আধুনিক সরঞ্জাম কেনার। নিজেদের হাতে তৈরি সরঞ্জাম দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে গ্রামের ছেলে। জিন্যাস্টিক যোগব্যায়াম প্রশিক্ষণ। আসলে এই গ্রামের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা যাতে তারা নিজেদের শরীর সুস্থ রাখতে পারে শিক্ষা দীক্ষার মাধ্যমে যারা যাতে ওরা সমৃদ্ধ হতে পারে। নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে সেই দিক গুরুত্ব রেখে কয়েক দশক ধরে এভাবেই তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে প্রশিক্ষক সুভাষ চন্দ্র জাটি জানান, লেখাপড়ার পাশাপাশি গ্রামের ছেলেমেয়েদের শরীর ঠিক রাখতে যোগ ব্যায়াম জিমন্যাস্টিক প্রশিক্ষণ খুব প্রয়োজন। স্বাস্থ্য ঠিক থাকার পাশাপাশি বিভিন্ন চাকরির ক্ষেত্রেও সুবিধা হয়। যদিও জিমন্যাস্টিক প্রশিক্ষণের যথাযথ সরঞ্জামের অভাব। যে সমস্ত লক্ষ লক্ষ টাকা দাম। নিজের কোনরকমে খেলার উপযুক্ত সরঞ্জাম তৈরি করে নেওয়া হয় হাতের কাছের নানা জিনিস দিয়ে। এভাবেই হাজারো ছেলেমেয়ে এখানে প্রশিক্ষণ নিয়ে বড় হয়েছে। বর্তমানে প্রায় ৫০ জন প্রশিক্ষণ নিচ্ছে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: খেলার সরঞ্জাম কেনার টাকা নেই, তবে বুদ্ধি খাটিয়ে ৪ দশক ধরে বিনা পয়সায় জিমন্যাস্টিক প্রশিক্ষণ দিচ্ছেন এই স্কুল শিক্ষক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement