East Bardhaman: সরকারি স্কুলের জন্য তৈরি হচ্ছে দারুণ পরিকাঠামো! কী কী থাকবে সেখানে? শুনলে অবাক হবেন

Last Updated:

এই চক্রের অধীনে ৬৩টি প্রাইমারি, ১৬টি হাইস্কুল এবং ৭টি আপার প্রাইমারি স্কুল আছে। এই স্কুলগুলির ছাত্রছাত্রীদের জন্য পোশাক, জুতো,ব্যাগ ইত্যাদি রাখার জন্য এই গোডাউন ব্যবহার করা হবে।

সরকারি স্কুলের জন্য তৈরি হচ্ছে দারুণ পরিকাঠামো! কী কী থাকবে সেখানে?
সরকারি স্কুলের জন্য তৈরি হচ্ছে দারুণ পরিকাঠামো! কী কী থাকবে সেখানে?
পূর্ব বর্ধমান: সাংসদ কোটার টাকায় শিক্ষা সামগ্রীর গোডাউন তৈরি শুরু হল পূর্ব বর্ধমানের বড়শুলে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের  দাবি পূরণ হল এলাকার। এতদিন বর্ধমান সদর পূর্ব চক্রের বিদ্যালয় পরিদর্শকের অফিসে কোনও গোডাউন ছিল না। ফলে  বই, জুতো সহ পড়ুয়াদের বিভিন্ন সামগ্রী রাখার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। সেজন্য একটি গোডাউন তৈরির দাবি উঠছিল দীর্ঘদিন ধরেই। এই দাবির কথা জানতে পেরে  সাংসদ তহবিল থেকে বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ কীর্তি আজাদ  দশ লক্ষ টাকা অনুমোদন করেন। সোমবার বর্ধমান সদর পূর্ব চক্র বিদ্যালয় পরিদর্শক অফিসে সেই গোডাউনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। এই পরিকাঠামো তৈরি হয়ে গেলে আর সে সব সামগ্রী মজুত করতে সমস্যা হবে না।
এদিন গোডাউনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংসদ কীর্তি আজাদ সহ উপস্থিত ছিলেন বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, সমষ্টি উন্নয়ন আধিকারিক দিব্যজ্যোতি দাস-সহ আরও অনেকে। সাংসদ জানান, একে একে সব বিষয়ে উন্নয়নে নজর দেওয়া হবে।
advertisement
advertisement
এই চক্রের অধীনে ৬৩টি প্রাইমারি, ১৬টি হাইস্কুল এবং ৭টি আপার প্রাইমারি স্কুল আছে। এই স্কুলগুলির ছাত্রছাত্রীদের জন্য পোশাক, জুতো,ব্যাগ ইত্যাদি রাখার জন্য এই গোডাউন ব্যবহার করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman: সরকারি স্কুলের জন্য তৈরি হচ্ছে দারুণ পরিকাঠামো! কী কী থাকবে সেখানে? শুনলে অবাক হবেন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement