কচিকাঁচা নয়, স্কুলে পাকা চুলের ব্যক্তিদের ভিড়! নদিয়ার বিদ্যালয়ে হচ্ছেটা কী?

Last Updated:

School Friends Reunion: এদিন এক বিশেষ মুহূর্তের সাক্ষী রইল নদিয়ার পালচৌধুরী স্কুল

+
নদিয়ার

নদিয়ার পালচৌধুরী স্কুলে পুরনো ছাত্রদের রিইউনিয়ন

রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথঃ ৬২ বছর পর স্কুলের বন্ধুদের মিলনমেলা। এদিন এক বিশেষ মুহূর্তের সাক্ষী রইল নদিয়ার পালচৌধুরী স্কুল। ১৯৬৩ সালে এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ভর্তি হয়েছিলেন একদল ছাত্র। সময়ের স্রোতে আজ তাঁরা কেউ জনপ্রিয় বিধায়ক, কেউ খ্যাতনামা ব্যবসায়ী, কেউ আবার উচ্চপদস্থ অফিসার। ১৯৭০ সালে একাদশ শ্রেণি (তৎকালীন H.S) পাশ করে তাঁরা প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েছিলেন। দীর্ঘ ছয় দশক পর সেই ছাত্রজীবনের সাথীরা একই ছাদের নীচে ফের একত্রিত হলেন।
আজকের এই মিলনমেলায় খুলল স্মৃতির ঝাঁপি। ছেলেবেলার খুনসুটি, মারামারি, দুষ্টুমি, টিফিন ভাগাভাগি, মাঠে খেলাধুলা- সবকিছুই যেন আবার ফিরে এল চোখের সামনে। বন্ধুত্বের সেই বন্ধন সময়ের ব্যবধান সত্ত্বেও অটুট রয়েছে। সেই কারণে রাজনৈতিক, সামাজিক বা পেশাগত পরিচয় ভুলে সবাই মেতে উঠলেন স্মৃতিচারণে।
আরও পড়ুনঃ ঘরের কাছেই সাইবেরিয়ার পাখি! বিদেশি ‘অতিথি’দের দেখতে যাবেন নাকি? এই ঠিকানায় গেলেই মিলবে দর্শন
অতীতের কথা বলতে গিয়ে কেউ বললেন, ‘মনে হচ্ছে যেন হারিয়ে যাওয়া আত্মীয়কে আবার খুঁজে পেয়েছি’। অন্যজনের কথায়, ‘এই আনন্দটা একেবারেই নির্মল- এখানে কোনও স্বার্থ নেই, আছে শুধু আন্তরিক ভালোবাসা’।
advertisement
advertisement
শিক্ষাজীবন শেষে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে চলে গিয়েছিলেন। কেউ জীবিকার তাগিদে পাড়ি দেন বিদেশ। স্কুলের বন্ধুত্বের বন্ধন আজ তাঁদের টেনে নিয়ে আসে শৈশবের অঙ্গনে। এই পুনর্মিলন কেবল নস্টালজিয়া, আবেগে ভরপুর নয়, বরং এক নতুন অনুপ্রেরণার সঞ্চারও করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সকলের উপস্থিতিতে এদিন গড়ে ওঠে এক স্নেহময় পরিবেশ। সবার কাছে আজকের দিনটি শুধু একটি পুনর্মিলন নয়, বরং জীবনের এক অমূল্য উপহার। শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা ও সহপাঠীদের প্রতি অগাধ ভালোবাসার সাক্ষী হয়ে রইল পালচৌধুরী স্কুল প্রাঙ্গণ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কচিকাঁচা নয়, স্কুলে পাকা চুলের ব্যক্তিদের ভিড়! নদিয়ার বিদ্যালয়ে হচ্ছেটা কী?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement