Snake : স্কুলের ক্লাসরুমেই কিলবিল করছে বিষধর! ভয়ে ক্লাস বন্ধ, ভয়ঙ্কর ঘটনা
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Snake- সাপের আতঙ্কে বন্ধ হল পড়াশোনা! ফলে বনগাঁর কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠ বর্তমানে ছাত্রীশূন্য শ্রেণিকক্ষ। স্কুল চত্বরে দেখা মিলছে একাধিক প্রজাতির বিষাক্ত সাপের।
উত্তর ২৪ পরগনা: সাপের আতঙ্কে বন্ধ হল পড়াশোনা! ফলে বনগাঁর কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠ বর্তমানে ছাত্রীশূন্য শ্রেণিকক্ষ। স্কুল চত্বরে দেখা মিলছে একাধিক প্রজাতির বিষাক্ত সাপের। বিশেষ করে গোখরোর বাচ্চা দেখা যাওয়ায় কার্যত পঠন-পাঠন বন্ধ হয়ে পড়েছে।
আতঙ্কে ছাত্রীরা স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন, শিক্ষক-শিক্ষিকারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন এর জেরে। স্কুল সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরেই স্কুলের মেঝে, ক্লাস রুমের কোনায়, টয়লেট, এমনকী বেঞ্চের তলায়ও সাপের বাচ্চা দেখা গিয়েছে। অভিযোগ উঠেছে, এক ছাত্রীর পায়েও সাপ জড়িয়ে যায়। যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি।
আরও পড়ুন- লাটসাহেবকে হত্যা করতে ল্যান্ডমাইন বসিয়েছিলেন এই বিপ্লবী, শেষ জীবন কাটে চরম অনটনে
আতঙ্ক তীব্র আকার নিয়েছে এলাকায়। ঘটনার জেরে অভিভাবকদের মধ্যেও মেয়েদের নিয়ে উদ্বেগ চরমে উঠেছে। অনেকেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতদিন না পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে, ততদিন তাঁরা তাঁদের সন্তানদের স্কুলে পাঠাবেন না। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই বন দফতর, স্কুল শিক্ষা দফতর ও ব্লক অফিসে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ হয়নি।
advertisement
advertisement
বর্তমানে স্কুলের ১৫০ জন ছাত্রী রয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা জানান, আতঙ্কে রয়েছি। ছাত্রীরা নানা সময় জানাচ্ছে সাপ দেখতে পাওয়ার ঘটনা। ফলে কার্যত ভয়ে এখন বন্ধ হয়ে পড়েছে স্কুল। সামনেই পরীক্ষা রয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন তিনি। এখন দেখার এই আতঙ্ক থেকে কতদিনে মুক্তি মেলে, আর স্বাভাবিক ছন্দে ফেরে পঠন-পাঠন।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 31, 2025 6:51 PM IST