বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে তারা ঘুমন্ত শিক্ষকদের বেধড়ক মারধর! মুর্শিদাবাদের এই স্কুলে ধুন্ধুমার কাণ্ড
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে তারা ঘুমন্ত শিক্ষকদের বেধড়ক মারধর শুরু করে। মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অনেকেই।
বেলডাঙা, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের বেলডাঙায় আল আমিন মিশন স্কুলে ধুন্ধুমার। গভীর রাতে ঘুমন্ত শিক্ষকদের উপর নৃশংস হামলার অভিযোগ। গুরুতর জখম হয়েছেন মোট পাঁচজন শিক্ষক। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের বেলডাঙায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত দেড়টা নাগাদ কয়েকজন ছাত্র মুখ ঢেকে হঠাৎই হস্টেলে ঢুকে পড়ে। কোনও কিছু বোঝার আগেই উত্তপ্ত হয় স্কুল। তাদের হাতে ছিল উইকেট, রড, লাঠি। বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে তারা ঘুমন্ত শিক্ষকদের বেধড়ক মারধর শুরু করে। মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অনেকেই। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে তাঁদের স্থানান্তরিত করা হয় বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে।
advertisement
advertisement
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষক মহলে। আহত পাঁচজন বর্তমানে চিকিৎসাধীন। আহত শিক্ষক ইকবাল হোসেন জানান, ঘুমন্ত অবস্থায় আচমকা হামলা হয়। ওরা মুখ ঢেকে এসে চরম মারধর করে। চোখে ও সারা শরীরে আঘাত রয়েছে। কোনও হুঁশ ছিল না মারধরের পর। আহতদের দাবি, এই ঘটনায় ছাত্রদের পিছনে এক শিক্ষকের প্ররোচনা রয়েছে। হামলার সময় অন্য শিক্ষকদের ঘরে আটকে দেওয়া হয়েছিল। যদিও আল আমিন মিশন কর্তৃপক্ষের এক প্রতিনিধি জাকির হোসেন মণ্ডল জানিয়েছেন, “ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 3:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে তারা ঘুমন্ত শিক্ষকদের বেধড়ক মারধর! মুর্শিদাবাদের এই স্কুলে ধুন্ধুমার কাণ্ড