Bangla Video: একাগ্রতা বাড়াতে স্কুলে নাটকের মহড়া, এবার পড়াশুনার পাশাপাশি চলবে নাট্যচর্চাও

Last Updated:

Bangla Video: বালুরঘাট শহরের অন্যতম ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মিলিয়ে মোট ৪০ জন ছাত্র নিয়ে নাট্য চর্চা ও নাটকের কর্মশালার আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ

+
নাট্য

নাট্য চর্চায় ছাত্ররা

দক্ষিণ দিনাজপুর: বিদ্যালয় মানে সেখানে শুধুই পড়াশোনা? তবে তা নয়। পড়াশোনার বাইরে গিয়ে অন্যান্য বিষয়কে গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন স্কুলের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী। এমনই বালুরঘাট শহরের অন্যতম ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মিলিয়ে মোট ৪০ জন ছাত্র নিয়ে নাট্য চর্চা ও নাটকের কর্মশালার আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। তবে তা শুধুমাত্র আজ নয়, দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় ছাত্রদের জন্য এই নাট্য কর্মশালার আয়োজন করছে। স্কুলে পঠনরত ছাত্রদের দাবি, শুধু পড়াশোনা করতে স্কুলে আসার ক্ষেত্রে অনেকের অনীহা থাকে। কিন্তু যখন থেকে স্কুলে নাটক, খেলাধুলা, নাচ ইত্যাদিকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারপর থেকে স্কুলে আসতে তাদের ভালই লাগে।
এই বিষয়ে নাট্যকর্মী তথা স্কুল শিক্ষক অমিত সাহা বলেন,  সুস্থ পরিবেশ ও সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে পারে একমাত্র থিয়েটার। আমাদের লক্ষ্য ছাত্র অবস্থা থেকেই শিশুদের মধ্যে থিয়েটারের প্রতি ভালবাসা জাগানো, যাতে ভবিষ্যতে তাঁরা যখন নাগরিক হয়ে উঠবেন তাদের হাত ধরেই সমাজের পরিবর্তন হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, নাটকের শহর বলে পরিচিত বালুরঘাটে এখনও অনেক ছোট বড় নাট্য দল রয়েছে। নাটকের চর্চা নিয়মিত হয় এবং প্রায় প্রতিবছরই নতুন নতুন নাটক মঞ্চস্থ করে নাটকের দলগুলি। খুব স্বাভাবিকভাবেই নাটকের প্রতি সকলেরই একটা আলাদা টান রয়েছে বালুরঘাট শহরে। ললিত মোহন আদর্শ বিদ্যালয়ের ছাত্রদের জন্য এই নাট্যকর্মশালার আয়োজন করে স্কুলের সাংস্কৃতিক পরিমণ্ডল পরিবর্তন হতে শুরু করেছে বলে দাবি করছেন শিক্ষকরা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে বালুরঘাট শহরেই অনুষ্ঠিত হবে স্কুল ড্রামা ফেস্টিভাল। অংশগ্রহণ করবে বালুরঘাট শহরের নামকরা বিভিন্ন স্কুল গুলি। তাই এই নাট্য উৎসবে অংশগ্রহণ করার আগে মহড়া চলছে বিগত কয়দিন যাবত।
advertisement
ছাত্রদের দাবি,  মোবাইল খেলে বা বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে সময় নষ্ট হয়। তার থেকে বড় নাটকের মহড়ায় অংশগ্রহণ করলে সেখানে সুপ্ত কলা গুলিকে ফুটিয়ে তোলা যায়। যে কারণে দিন দিন নাটকের প্রতি ছাত্রদের ভালবাসা বাড়ছে এবং অভিনয় করার ইচ্ছা প্রকাশ করছে অনেক ছাত্রই।
প্রথমদিকে ছাত্রদের মধ্যে কিছুটা জড়তা ভাব ছিল, কিন্তু লাগাতার নাট্যচর্চা এবং প্রশিক্ষণের মাধ্যমে ছোট থেকে বড় সব ধরনের ছাত্ররাই অভিনয়কে আয়ত্ত করতে শিখে গেছে। সাবলীল ভাবে কথা বলতে পারে তাঁরা, এটাও কম পাওনা নয় বলে জানাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla Video: একাগ্রতা বাড়াতে স্কুলে নাটকের মহড়া, এবার পড়াশুনার পাশাপাশি চলবে নাট্যচর্চাও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement