Poush Mela: QR কোড স্ক্যান করলেই অভিযোগ পৌঁছে যাবে পুলিশ প্রশাসনের কাছে, পৌষ মেলা উপলক্ষে বড় পদক্ষেপ
- Reported by:Souvik Roy
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Poush Mela: মেলার চূড়ান্ত নকশা ও কিউআর কোড চালু করা হয়েছে, যার মাধ্যমে পর্যটকেরা অনলাইনে নির্দেশিকা দেখতে পারবেন এর পাশাপাশি পর্যটকেরা যে কোনও ধরনের অভিযোগ জানাতে পারবেন।
বীরভূম, সৌভিক রায়: শুরু হয়েছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। গৌরপ্রাঙ্গণে বৈতালিক ও শান্তিনিকেতন গৃহে সানাইয়ের মধুর সুরে শুরু হল কবিগুরুর পৌষ উৎসব। প্রত্যেক বছরের মতন সোমবার প্রথা মেনে রাত ন’টায় বৈতালিক অনুষ্ঠানে অংশ নেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, কর্মী মণ্ডলীর যুগ্ম আহ্বায়ক সৌম্য বন্দ্যোপাধ্যায় ও বিশ্বজিৎ মজুমদার-সহ বিভিন্ন ভবনের পড়ুয়া, প্রাক্তনী ও প্রবীণ আশ্রমিকেরা। বাউল-ফকির গান, একতারা আর মেঠো সুরে বোলপুর শান্তিনিকেতনের পূর্বপল্লীর মাঠে ফিরে এসেছে চিরচেনা সংস্কৃতি ও ঐতিহ্যের আবহ।
এইদিন ভোর সাড়ে পাঁচটায় গৌরপ্রাঙ্গনে বৈতালিক, ছ’টায় শান্তিনিকেতন গৃহে সানাই, সাড়ে সাতটায় ছাতিমতলায় বিশেষ ব্রহ্ম উপাসনা ও রবীন্দ্রসঙ্গীতের মধ্য দিয়ে চিরাচরিত রীতি মেনেই পালিত হয় পৌষউৎসব। এ বছর শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে পৌষমেলা। মেলা প্রাঙ্গণে সেজে উঠেছে হস্তশিল্পী কুটিরশিল্পী সহ ব্যবসায়ীদের প্রায় ১৮০০-র বেশি স্টল।
advertisement
advertisement
বিনোদন মঞ্চে পল্লিগীতি, বাউল, ফকিরি, কবিগান, কীর্তন, লোকগীতি ও যাত্রানুষ্ঠানের আসর বসবে। এছাড়াও ছৌনৃত্য, কাঠিনৃত্য, রণপা নৃত্য-সহ আদিবাসী সংস্কৃতির নানা পরিবেশনা উপভোগ করতে পারবেন পর্যটকেরা। কলাভবনের পড়ুয়া ও অধ্যাপকেরা আলপনার মাধ্যমে ছাতিমতলা প্রাঙ্গণকে সাজিয়ে তুলেছেন। এ বছর পূর্বপল্লী মেলার মাঠে সাংস্কৃতিক মঞ্চ আরও বড় করে তৈরি হওয়ায় খুশি, বাউল ও ফকির শিল্পীরা।
advertisement
আরও পড়ুন: ২৫ ডিসেম্বর থেকেই আবহাওয়ার চমক! তাপমাত্রার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর
প্রসঙ্গত রবিবার সকাল থেকেই বোলপুর শান্তিনিকেতন জুড়ে পর্যটকদের ঢল নামে। বোলপুরে প্রায় ৯০% হোটেল এবং রিসোর্ট বুকিং হয়ে গিয়েছে। প্রশাসনের দাবি, ইতিমধ্যেই লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। মোট ছয় দিনে প্রায় ৮ থেকে ১০ লক্ষ পর্যটক আসতে পারেন বলে আশাবাদী প্রশাসন। এর পাশাপাশি ফি বছর মেলাকে পরিবেশবান্ধব করে তুলতে প্লাস্টিক বর্জন কর্মসূচি নেওয়া হয়েছে। বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের ব্যবস্থাও করা হয়েছে।
advertisement
বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল জানান, জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৩৫০টি সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। থাকছে এন্টি-ক্রাইম টিম, অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকের পুলিশ ও মহিলা পুলিশের বিশেষ নজরদারি। সব মিলিয়ে প্রায় দু’হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন। এছাড়াও মেলার চূড়ান্ত নকশা ও কিউআর কোড চালু করা হয়েছে, যার মাধ্যমে পর্যটকেরা অনলাইনে নির্দেশিকা দেখতে পারবেন এর পাশাপাশি পর্যটকেরা যে কোনও ধরনের অভিযোগ জানাতে পারবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bolpur,Birbhum,West Bengal
First Published :
Dec 23, 2025 10:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela: QR কোড স্ক্যান করলেই অভিযোগ পৌঁছে যাবে পুলিশ প্রশাসনের কাছে, পৌষ মেলা উপলক্ষে বড় পদক্ষেপ








