বাঁকুড়া: ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকে নিয়োগের তথ্য চেয়ে পাঠাল সিবিআই। তথ্য জোগাড়ে তৎপর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। সিবিআই ২০১৪ সালের টেটের ফলাফলের ভিত্তিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের তথ্য চেয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে। সিবিআই-এর তরফে আগামী ৬ মে’র মধ্যে সমস্ত তথ্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি মিলতেই তথ্য সংগ্রহে তৎপরতা শুরু করেছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।
হাইকোর্টের নির্দেশে রাজ্য জুড়ে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে সিবিআই ও ইডি। ইতিমধ্যেই বিভিন্ন বছরের টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগের বিপুল দুর্নীতির হদিশ মিলেছে। সম্প্রতি ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগে দুর্নীতি হয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে সিবিআই। এই তদন্তে নেমে রাজ্যের আরও বেশ কয়েকটি জেলার পাশাপাশি ২০১৪ সালের টেটের ভিত্তিতে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নিযুক্ত শিক্ষকদের তথ্য হাতে পেতে চাইছে সিবিআই।
আরও পড়ুনঃ রসুন সবজি নাকি মশলা? ৯৯ শতাংশ মানুষের ধারণাই নেই! আপনার জানা আছে?
নির্দিষ্ট ওই বছরের টেটের ভিত্তিতে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন তার তালিকা, কোন স্কুলে কে কর্মরত রয়েছেন এবং শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য চেয়ে পাঠিয়েছে সিবিআই।
সিবিআই-এর তরফে সুনির্দিষ্ট কী কী তথ্য চাওয়া হয়েছে সে সম্পর্কে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ খোলসা না করলেও সিবিআইয়ের চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের তরফে জানানো হয়েছে এপ্রিলের একেবারে শেষে সিবিআইয়ের চিঠি এসে পৌঁছেছে দফতরে। চিঠিতে যে সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে তা সংগ্রহের কাজ চলছে জোর কদমে। নির্দেশ অনুযায়ী আগামী ৬ মে সিবিআইয়ের দফতরে সেই তথ্য সম্বলিত নথি পাঠানো হবে বলে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি।
প্রিয়ব্রত গোস্বামী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CBI, Primary TET, Scam