Garlic Vegetable or Masala|| রসুন সবজি নাকি মশলা? ৯৯ শতাংশ মানুষের ধারণাই নেই! আপনার জানা আছে?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Garlic vegetable or masala: রসুন সবজি নাকি মসলা তা নিয়ে বিতর্কের শেষ নেই। অনেকে বলেন রসুন আদতে একটি সবজি কিন্তু এটি মশলা হিসেবেও ব্যবহৃত হয়। কারণ, শুধুমাত্র রসুন দিয়ে কোনও সবজি বা তরকারি বানানো যায় না। তাই এটিকে মূলত মশলা হিসেবে ব্যবহার করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*দ্বিতীয় মতবাদ অনুসারে, রসুন মধ্য এশিয়া এবং উত্তর-পূর্ব ইরানের একটি ফসল। তাই বলা হয় ৫০০০ বছর আগে মিশরে এসেছিল। ইতিহাসে উল্লেখ আছে, প্রাচীন মিশরে লোকেরা কারও মৃত্যুতে তাঁর কবরে রসুন রাখত। রসুন এখন সবজির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। রসুন শাকসবজির রসালোভাব দূর করে। চিনা এবং থাই রান্নায় ব্যবহৃত হয় রসুনের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement