SBSTC: উঠল দক্ষিণবঙ্গের বাস ধর্মঘট! পুজোর পর কর্মীদের দাবি নিয়ে চিন্তা-ভাবনা!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
SBSTC: বুধবার থেকে দক্ষিণবঙ্গে সরকারি বাস পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।
#কলকাতা: ধর্মঘটের ডাক দিয়েছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (এস বি এস টি সি)র ঠিকা শ্রমিকরা। টানা ছ দিন ধরে কর্ম বিরতি পালন করে অবশেষে মন্ত্রীর নির্দেশে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দেওয়ার পর উঠল ধর্মঘট। আন্দোলনের পাঁচ দিনের মাথায় প্রত্যাহার হল অস্থায়ী কর্মীদের ধর্মঘট। বুধবার থেকে দক্ষিণবঙ্গে সরকারি বাস পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।
যদিও এর আগে পরিবহন মন্ত্রীর আশ্বাসেও বন্ধ হয়নি ধর্মঘট। গত শুক্রবার থেকে ধর্মঘটে শামিল হন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী কর্মীরা। ২০১৩ সাল থেকে যাঁরা বাস চালাচ্ছেন, তাঁদের স্থায়ীকরণ, মাসে ২৬ দিন কাজ, ছুটি-সহ অন্যান্য একাধিক দাবি নিয়ে আন্দোলনে সামিল হন তাঁরা। হলদিয়া, দিঘা, মেদিনীপুর, সিউড়ি, রামপুরহাট, বর্ধমান, দুর্গাপুর-সহ দক্ষিণবঙ্গের মোট কুড়িটি ডিপোয় অনির্দিষ্টকালের জন্য শুরু হয় বাস ধর্মঘট। এই ধর্মঘটের জেরে আন্তঃজেলা সরকারি বাস পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যায়। পুজোর মুখে প্রবল সমস্যায় পড়তে হয় মানুষকে। অবশেষে প্রত্যাহার করা হল ধর্মঘট। আপাতত লক্ষ্মী পুজো পর্যন্ত নিশ্চিন্তে চলবে বাস পরিষেবা। এমনটাই মনে করা হচ্ছে।
advertisement
advertisement
আন্দোলন প্রত্যাহার করল কর্মীরা। এই দিন বাঁকুড়া বাস দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার ডিপোয় কর্মবিরতিতে থাকা অস্থায়ী বাস কর্মীদের আন্দোলন প্রত্যাহার। দুর্গাপূজার পর দাবী দাওয়া নিয়ে চিন্তাভাবনা করা হবে এই আশ্বাসের ভিত্তিতেই উঠে গেল কর্মবিরতি। আগামী কাল থেকে রোস্টার অনুযায়ী স্বাভাবিক হবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সরকারি বাস পরিষেবা।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 12:31 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
SBSTC: উঠল দক্ষিণবঙ্গের বাস ধর্মঘট! পুজোর পর কর্মীদের দাবি নিয়ে চিন্তা-ভাবনা!