Sawan Somwar 2024: এই মন্দিরে পূজিত লাল শিবলিঙ্গ! শ্রাবণ সোমবারের পুণ্যলগ্নে ঢল নেমেছে অগণিত ভক্তের
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sawan Somwar 2024: জেলার এই শিবমন্দিরের কথা জানলে রীতিমতো অবাক হবেন, পৃথিবীতে মাত্র তিনটি রয়েছে এই লাল শিবলিঙ্গ!
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: চলছে শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের বিশেষ আরাধনা। ভক্তরাও মন প্রাণ দিয়ে বাবার কৃপা লাভের জন্য, জল ঢেলে করছেন বিশেষ পুজো। আর তারই মাঝে জেলার এই শিবমন্দিরের কথা জানলে রীতিমতো অবাক হবেন আপনিও। ৩৩ বছর ধরে মন্দিরে সেবায়েতের দায়িত্ব পালন করা প্রকাশ মুখোপাধ্যায় জানালেন, ‘‘পৃথিবীর মাত্র তিন জায়গায় রয়েছে এই বিশেষ রূপের শিবলিঙ্গ। যা দেবাদিদেবের হরপার্বতী রূপকে ফুটিয়ে তোলে। প্রায় ১০০ বছর আগে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর মানিকতলা এলাকায় হরিদ্বার থেকে নিয়ে আসা হয় এই বিশেষ শিবলিঙ্গ।’’
অতীতে মন্দিরের এই বিশেষ মাহাত্ম্যের কথা সেভাবে প্রচারিত না হলেও, বর্তমানে শিবের এই বিশেষ রূপ দর্শন করতে দূর-দূরান্ত এমনকি ভিন রাজ্য থেকেও ভক্তরা আসছেন এই মন্দিরে। কী বিশেষত্ব রয়েছে এই শিবলিঙ্গে! জানা যায় শিবলিঙ্গটি কষ্টিপাথরের হলেও, শিবলিঙ্গের উপরের অংশটি লাল রঙের। আর নীচের অংশ কালো। আর এই বিশেষত্বই অন্যান্য মন্দিরে দেখা শিবলিঙ্গের থেকে আলাদা করেছে এই বিশেষ হর পার্বতী রূপের শিবলিঙ্গকে।
advertisement
আরও পড়ুন : মাটির দাম আকাশছোঁয়া! পুজোর আগে এক লাফে অনেকটাই বাড়ল দুর্গাপ্রতিমার দাম
এখন প্রতিদিন বহু মানুষ এই শিব মন্দিরে আসেন পুজো দিতে। ভক্তদের সঙ্গে কথা বলে জানা যায়, বাবার কাছে কিছু চাইলে কাউকেই খালি হাতে ফেরান না দেবাদিদেব। আর তাতেই বহুগুণে মাহাত্ম্য বেড়েছে এই মন্দিরের। যশোর রোডের পাশে মানিকতলা এলাকার এই শিব মন্দিরে তাই এখন প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন এই লাল শিবকে পুজো দিতে।
advertisement
advertisement
সকালে বিশেষ পুজোর মধ্যে দিয়ে মন্দির খোলা হয়, যা সন্ধ্যা পর্যন্ত সাধারণ মানুষের দর্শনের জন্য খোলা থাকে বলেও জানা গিয়েছে। তবে শ্রাবণ মাস হওয়ায় এখন প্রতিদিনই ভিড় লক্ষ করা যাচ্ছে এই মন্দিরে। শুদ্ধ মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে বাবাকে দুধ গঙ্গা জলে স্নান করিয়ে নিজেদের মনের ইচ্ছা জানাচ্ছেন ভক্তরা। তাই বিরল এই শিবমূর্তি দর্শন করতে চাইলে আপনারাও আসতে পারেন অশোকনগর মানিকতলা শিব মন্দিরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2024 6:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sawan Somwar 2024: এই মন্দিরে পূজিত লাল শিবলিঙ্গ! শ্রাবণ সোমবারের পুণ্যলগ্নে ঢল নেমেছে অগণিত ভক্তের