North Pole Expedition: সপ্তশৃঙ্গ জয়ের পর এ বার উত্তর মেরু জয় করবেন সত্যরূপ, অভিযানের আগে বহরমপুর থেকে নিলেন জাতীয় পতাকা

Last Updated:

North Pole Expedition: সপ্তশৃঙ্গ জয়ের পর এবার নর্থপোল অভিযানে যাবেন সত্যরূপ সিদ্ধান্ত। নতুন অভিযানের আগে বহরমপুরে পর্বতারোহী। সাতটা পর্বত ইতি মধ্যেই সম্পন্ন হয়েছে। নর্থ পোল সম্পন্ন করলে পৃথিবী পরিক্রমা সম্পন্ন করবে। 

+
জাতীয়

জাতীয় পতাকা হাতে সত্যরূপ সিদ্ধান্ত

কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: সপ্তশৃঙ্গ জয়ের পর এবার নর্থপোল অভিযানে যাবেন সত্যরূপ সিদ্ধান্ত। নতুন অভিযানের আগে এখন বহরমপুরে এই নামী পর্বতারোহী। সাতটা পর্বতশৃঙ্গজয় ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নর্থ পোল সম্পন্ন করলে কার্যত পৃথিবী পরিক্রমা সম্পন্ন করবেন। তাই বহরমপুরের কৃতী সন্তান সত্যরূপ সিদ্ধান্ত বহরমপুর পুরসভা থেকে নিলেন জাতীয় পতাকা। বহরমপুর পুরসভার পক্ষ থেকে দেওয়া হল সংবর্ধনা।
বহরমপুরের সন্তান এবং ছোট থেকেই বড় হয়ে ওঠা। তাই বহরমপুরের সন্তান এভারেস্ট জয়ী, কাঞ্চনজঙ্খা জয়ী সত্যরূপ সিদ্ধান্ত আগামী সপ্তাহে উত্তর মেরু অভিযানে যাবেন। সপ্তশৃঙ্গ জয়ী হিসেবে আগেই নজির গড়ে ছিলেন, ফলে এবার তাঁর লক্ষ্য উত্তর মেরু জয়। পাঁচ বছর ধরে অপেক্ষার পর অবশেষে সুযোগ এসেছে এই অভিযানের।
advertisement
২০১৭ সালে ডিসেম্বরে প্রথম বাঙালি হিসেবে সপ্তশৃঙ্গ জয়ী হিসেবে নজির গড়ে ছিলেন সত্যরূপ সিদ্ধান্ত। এর পর পাঁচ বছর ধরে সুমেরু অভিযান  সম্পন্ন করে ওঠা সম্ভব হয়নি। এ বার কয়েক দিনের মধ্যেই সুমেরু অভিযানে অংশ গ্রহণ করবে বহরমপুরের সন্তান সত্যরূপ সিদ্ধান্ত। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন। যে জাতীয় পতাকা নিয়ে তিনি যাবেন, সেই জাতীয় পতাকা তুলে দেওয়া হল বহরমপুর পুরসভার পক্ষ থেকে। বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্য়ায় তিনি এই পতাকা পর্বতারোহীর হাতে তুলে দেন। পাশাপাশি, বহরমপুর পুরসভার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় তাঁকে।
advertisement
advertisement
আরও পড়ুন : ব্রেকফাস্টে এই বিশেষ চা খেলেই কমবে ব্লাড সুগার! ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে থাকবেন সুস্থ
বহরমপুরে বেড়ে ওঠা, ছোট থেকেই এই শহরে পড়াশুনো। যখনই কোনও পর্বত অভিযানে যান, তখনই শিকড়ের টানে এই শহরে ছুটে আসেন  পর্বতারোহী সত্যরূপ। তবে তাঁর কথায়, গত পাঁচ বছর ধরে চেষ্টা করে এতদিনে উত্তর মেরুতে যাওয়ার সুযোগ মিলেছে। তাই বহরমপুরে ছুটে আসা। এবং নর্থপোলে যাওয়ার আগে তাঁর বার্তা, বর্তমান যুবসমাজ যেন হাল না ছেড়ে তাঁদের নিজের লক্ষ্যে এগিয়ে চলে।
advertisement
বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখোপাধ্য়ায় বলেন, ‘‘ সত্যরূপ সিদ্ধান্ত বাঙালির তথা দেশের গর্ব।’’ প্রাকৃতিক প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলি জয় করবেন বলে আশা সকলের।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North Pole Expedition: সপ্তশৃঙ্গ জয়ের পর এ বার উত্তর মেরু জয় করবেন সত্যরূপ, অভিযানের আগে বহরমপুর থেকে নিলেন জাতীয় পতাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
বৃষ্টি বাড়বে পাহাড়ে ! দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • বৃষ্টি বাড়বে পাহাড়ে !

  • দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement