নৈহাটির বড়মার পাওয়া ১০০ শাড়ি বিতরণ হবে! নবদ্বীপের রাসে গেলেই মিলবে, বিশদে জেনে নিন
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
এই উৎসবের আমেজে গত রবিবার থেকেই গা ভাসিয়েছে শহরবাসী। আর এদিন উদ্বোধন হল নবদ্বীপ শহরের ১৫ নম্বর ওয়ার্ডের ইয়াং ব্লাড ক্লাবের পুজো মন্ডপ
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নৈহাটির বড়মার পাওয়া শাড়ি এবার দেওয়া হচ্ছে নবদ্বীপের রাসে। নজর কাড়বে ক্লাবের প্রতিমাও! নবদ্বীপের রাস উৎসবে ৬৩ তম বর্ষে জোরা চমক নবদ্বীপ ইয়ং ব্লাড ক্লাবের পুজোতে। পাঁচই নভেম্বর বুধবার রাস পূর্ণিমা, আর এই তিথিতে নবদ্বীপে আয়োজিত হয় রাস উৎসব। আর এই উৎসবের আমেজে গত রবিবার থেকেই গা ভাসিয়েছে শহরবাসী। আর এদিন উদ্বোধন হল নবদ্বীপ শহরের ১৫ নম্বর ওয়ার্ডের ইয়াং ব্লাড ক্লাবের পুজো মন্ডপ।
পুজো কমিটির তরফে জানায় এবছর তাদের পুজো ৬৩ তম বর্ষে পদার্পন করল, এবছর তাদের পুজো মন্ডপটি তৈরি হয়েছে গুজরাতের জৈন মন্দিরের আদলে, পাশাপাশি প্রতিমাতেও রয়েছে চমক, এবছর তাদের প্রতিমাটিও তৈরি করা হয়েছে ইস্কন মায়াপুরের অষ্টশখী সহ রাধাকৃষ্ণ। পুজো কমিটির তরফে জানায় দর্শনার্থীদের জন্য আগামী রবিবার পর্যন্ত খোলা থাকবে তাদের পুজো মন্ডপ, এছাড়াও এই ৬৩ তম বর্ষকে স্মরণীয় করতে পুজোর পাশাপাশি তারা শতাধিক নাগরিকদের মধ্যে শীতবস্ত্র ও মহিলাদের শাড়ি বিতরণ কর্মসূচীরও আয়োজন করে।
advertisement
advertisement
তবে এ বছর বিশেষ চমক এই যে নৈহাটির বড় মায়ের পাওয়া ১০০ টি শাড়ি বিতরণ করা হবে গরিব দু:স্থদের মধ্যে। কমিটির তরফ থেকে জানানো গিয়েছে যে নৈহাটির বড় কালী পুজো ট্রাস্ট কমিটির পক্ষ থেকে যেই সমস্ত শাড়ি ভক্তরা বড়মাকে দেন সেই শাড়িগুলির মধ্যেই ১০০ টি শাড়ি এই প্রথম নবদ্বীপের রাস উৎসব উপলক্ষে ইয়ং ব্লাড ক্লাবের পুজোয় গরীব দুঃস্থদের দান করা হবে। নবদ্বীপের রাস উৎসবে শহরের বুকে এমন সুদৃশ্য পুজো মন্ডপ ও দেবী মূর্তী দর্শন করতে উদ্বোধনের দিন থেকেই ভিড় জমাতে শুরু করে দর্শনার্থীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nabadwip,Nadia,West Bengal
First Published :
November 04, 2025 7:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নৈহাটির বড়মার পাওয়া ১০০ শাড়ি বিতরণ হবে! নবদ্বীপের রাসে গেলেই মিলবে, বিশদে জেনে নিন
