North 24 Parganas News: গৌড়েশ্বর নদীর তীরে সরস্বতী প্রতিমা সারি! আতসবাজির চমকাল আকাশে! কী কাণ্ড বসিরহাটে
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
কার্নিভাল উপলক্ষে একদিকে যেমন শোভাযাত্রার আয়োজন করা হয় ঠিক তেমনই হয় আতশবাজি প্রদর্শন। আর তা দেখতেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের উপচে পড়া ভিড় জমে।
উত্তর ২৪ পরগনা: সরস্বতী পুজোতেও কার্নিভাল বসিরহাট শহরে! শোভাযাত্রায় উপচে পড়া ভীড়। দুর্গাপুজো না হলেও দূর থেকে সুন্দরবনে সরস্বতী পুজোর কার্নিভালের এক টুকরো ছবি দেখে যে কেউ ভাবতে পারে এটি দুর্গাপুজোর কার্নিভাল। বাগদেবীর আরাধনায় সুন্দরবনে যেন উৎসবের মেজাজ। দুর্গাপুজোর মতই উৎসাহের সঙ্গে ধুমধাম করে পালিত হল সরস্বতী পুজো। সরস্বতী পুজো উপলক্ষে ঘরবাড়ি, মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রাণবন্ত সজ্জায় সজ্জিত করেন ভক্তরা। এছাড়া পাড়ায় পাড়ায় দুর্গাপুজোর মতই প্যান্ডেল করেও করা হয় সরস্বতী পুজো। একইভাবে পুজোর কার্নিভাল হয়ে থাকে জাঁকজমক ভাবে।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কোঠাবাড়ি চকে সরস্বতী পুজো উপলক্ষে গৌড়েশ্বর নদীর তীরে আয়োজিত হয় কার্নিভাল। এই কার্নিভাল উপলক্ষে একদিকে যেমন শোভাযাত্রার আয়োজন করা হয় ঠিক তেমনই হয় আতশবাজি প্রদর্শন। আর তা দেখতেই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। সুন্দরবন এলাকার বিভিন্ন দ্বীপ অঞ্চল থেকে নৌকা করে এলাকার মানুষ সমবেত এই বিশেষ দিন উপলক্ষে। প্রতিমা দেখার পাশাপাশি গৌড়েশ্বর নদীর তীরে আতশবাজি প্রদর্শন দেখার উৎসাহও থাকে এদিন। বিশেষ করে দীর্ঘদিনের রীতি এবং মেনে এই কার্নিভাল, আতশবাজি প্রদর্শন শোভাযাত্রা সবমিলিয়ে এক করে দেয় সুন্দরবনের মানুষকে, যা তাদের কাছে যেন এক প্রকার মিলনক্ষেত্র।
advertisement
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
জুলফিকার মোল্লা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 5:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: গৌড়েশ্বর নদীর তীরে সরস্বতী প্রতিমা সারি! আতসবাজির চমকাল আকাশে! কী কাণ্ড বসিরহাটে