Saraswati Puja 2023: মহিলা পুরোহিত দিয়েই সরস্বতী পুজো! নজির গড়ল ঝাড়গ্রামের 'এই' স্কুল
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Saraswati Puja 2023: ছাত্রীদেরও বক্তব্য মহিলা পুরোহিত দিয়েই তাদের পুজো হবে এটাও একটা নতুন দিগন্ত।
ঝাড়গ্রাম: নারী শিক্ষা সমিতি পরিচালিত ঝাড়গ্রাম বিদ্যাসাগর বাণীভবনে বৃহস্পতিবার নিজে হাতে সরস্বতী পুজো করলেন সংস্থার কর্ত্রী রীতা বন্দ্যোপাধ্যায়। দেবীর ঘটস্থাপন, প্রাণ প্রতিষ্ঠা থেকে হোম সবই একা হাতে সামলেছেন তিনি। বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর স্ত্রী অবলা বসু প্রতিষ্ঠিত নারী শিক্ষা সমিতির সহ-সম্পাদিকা রীতাদেবী বলেন, ‘‘বৈদিক যুগে নারীরাই ছিলেন যজ্ঞের হোতা। নারী শিক্ষা নিয়ে কাজ করা কোনও প্রতিষ্ঠানের সরস্বতী পুজো যখন সেই প্রতিষ্ঠানের সহ সম্পাদিকা নিজেই করেন, তা তো বৃত্ত সম্পূর্ণ করে।
জানা যায়, এই প্রতিষ্ঠানে যে পুরুষ পুরোহিত পুজো করতেন। লক ডাউন এর কারণে তিনি ২০২১ সালে আসতে পারেননি। তখন থেকেই রীতা দেবী পুজো করে আসছেন। তিনি বলেন, আমাদের মহিলা প্রতিষ্ঠান। তাই ভাবলাম অন্য নতুন কাউকে ডাকব কেন! তাই নিজেই পুজো করেছি।’’ ঝাড়গ্রামের বিদ্যাসাগর বাণীভবনের অধীনে স্কুল, মহিলা শিক্ষক-শিক্ষণ কেন্দ্র, ভোকেশনাল কোর্স ছাড়াও পাঁচটি ইউনিট রয়েছে।
advertisement
আরও পড়ুন: রাজ্যপালের 'হাতেখড়ি' অনুষ্ঠান 'বয়কট' শুভেন্দু অধিকারীর! সোশ্যাল মিডিয়ায় লিখলেন 'এই' কারণ
advertisement
নারী শিক্ষা সমিতির কলকাতা ও ঝাড়গ্রাম দু’টি কেন্দ্রের সহ-সম্পাদিকা রীতা ঝাড়গ্রাম কেন্দ্রের বিশেষ দায়িত্বপ্রাপ্ত। বছর ছাপান্নর মহিলার জন্ম উত্তর ২৪ পরগনার বাগুইহাটির অর্জুনপুরে। তিনি এই প্রতিষ্ঠানের পুজোর দায়ভার তুলে নেন। ছাত্রীদেরও বক্তব্য মহিলা পুরোহিত দিয়েই তাদের পুজো হবে এটাও একটা নতুন দিগন্ত।
advertisement
রীতা দেবী বলেন, “ছেলে, মেয়ে নির্বিশেষে সরস্বতী সকলের দেবী। বৈদিক যুগে তো মেয়েরাই পুজো করতো । আমি কোনও প্রথা ভাঙ্গিনি । আমি তো পুরনো প্রথাকেই এগিয়ে নিয়ে যাচ্ছি”। তিনি আরও বলেন, “আমি খুব ছোটবেলা থেকেই পূজো করি। আমরা ব্রাহ্মণ। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো আমাকে দিয়েই করাতেন আমার বাবা। আমার বাবাই আমাকে পুজো শিখিয়েছেন”। সব ধরনের পুজোতে নারী সমাজকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান রীতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 8:34 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2023: মহিলা পুরোহিত দিয়েই সরস্বতী পুজো! নজির গড়ল ঝাড়গ্রামের 'এই' স্কুল