Santoshpur Fire Update: শিয়ালদহ-বজবজে শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল, স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে যাত্রী পরিষেবা প্রায় বন্ধ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Santoshpur Rail Station Fire Update: আপাতত শিয়ালদহ থেকে মাঝেরহাট পর্যন্ত চালু হয়েছে পরিষেবা। তবে মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত ট্রেন পরিষেবা এখনও বন্ধ। দমকল থেকে সবুজ সঙ্কেত পেলেই তবেই ওই লাইনে পরিষেবা শুরু হবে।
মহেশতলা, নবাব মল্লিক: সন্তোষপুর রেলস্টেশনের আগুন আপাতত নিয়ন্ত্রণে। অফিস টাইমে বিপুল যাত্রী সংখ্যার চাপের কথা মাথায় রেখে আংশিক ট্রেন পরিষেবা চালু হয়েছে। আপাতত শিয়ালদহ থেকে মাঝেরহাট পর্যন্ত চালু হয়েছে পরিষেবা। তবে মাঝেরহাট থেকে বজবজ পর্যন্ত ট্রেন পরিষেবা এখনও বন্ধ। দমকল থেকে সবুজ সঙ্কেত পেলেই তবেই ওই লাইনে পরিষেবা শুরু হবে।
দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই লেগেছে এই ভয়াবহ আগুন লাগার ঘটনা। দোকানগুলি একে অপরের সঙ্গে যুক্ত তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্টেশন চত্বর লাগোয়া ওই অংশে ছিল একাধিক রেডিমেড জামা-কাপড়ের দোকান। পুজো উপলক্ষে দোকানে প্রচুর স্টক ছিল, এদিনের আগুনে সব পুড়ে ছাই, আতান্তরে ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ রুটি চামড়া হওয়ার দিন শেষ, আটায় মিশিয়ে নিন ২ চামচ গরম সাদা জিনিস, লুচি-পরোটা ফেলে সবাই কাড়াকাড়ি করবে, রাঁধুনির মোক্ষম টিপস
সাতসকালে সন্তোষপুর রেলস্টেশনে ভয়াবহ আগুন লাগে, তার জেরে ব্যহত হয় ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কোথা চাউর হতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পাশাপাশি আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রথমে স্টেশন চত্বরের দোকানে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা একাধিক দোকানে।কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ খুলছে কাজের নয়া দিগন্ত! প্রচুর কর্মসংস্থান জেলায়, ১০০ একর জায়গা জুড়ে দামোদরের পাড়ে নয়া কাজের সুযোগ, জানুন
আগুনের লেলিহান শিখা বহু দূর থেকেও দেখা যাচ্ছিল। ধোঁয়া ও আগুনের কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। যার জেরে প্রভাব পড়েছে শিয়ালদহ-বজবজ শাখায়। অফিসের ব্যস্ত দিনে নিত্যযাত্রীরা আতান্ততে। সন্তোষপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশে আগুন লাগার পর একাধিক দোকান পুড়ে যায়। পরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্ল্যাটফর্মের একদিকে। আগুনের লেলিহান শিখার উচ্চতা স্টেশনের টিনের শেড ছাড়িয়ে যায়, ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।
advertisement
বর্তমানে আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে এসেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী সুরক্ষার স্বার্থে বন্ধ রাখা হয়েছে ওই স্টেশনের ট্রেন চলাচল। আপাতত বন্ধ মাঝেরহাট-বজবজ ট্রেন চলাচল। দমকলের থেকে সবুজ সঙ্কেত না পেলে ট্রেন পরিষেবা শুরু করা যাবে না বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 16, 2025 10:51 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Santoshpur Fire Update: শিয়ালদহ-বজবজে শাখায় বিপর্যস্ত ট্রেন চলাচল, স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে যাত্রী পরিষেবা প্রায় বন্ধ