Holi 2024: পর পর ৪ বছর বন্ধ বসন্ত উৎসব! বিশ্বভারতীর বদলে তাই সেজে উঠল সোনাঝুরি
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
এ বছর বিশ্বভারতীতে বসন্তোৎসব হল না। তার বদলে বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট।
বীরভূম: এ বছর বিশ্বভারতীতে বসন্তোৎসব হল না। তার বদলে বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। বিশ্বভারতী ক্যাম্পাসে এবার আবির খেলা না হলেও দূর-দূরান্তের পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা যাতে এই রঙের উৎসবে অংশগ্রহণ করতে পারেন তার জন্য বেছে নেওয়া হয়েছিল সোনাঝুরির হাটকেই।
রাঙামাটির শান্তিনিকেতনে জমে উঠেছে বসন্ত উৎসব। লক্ষাধিক পর্যটক ইতিমধ্যেই শান্তিনিকেতনের টানে ছুটে এসেছেন। আর সোনাঝুরি হাটে জমায়েতের কথা মাথায় রেখেই ট্রাফিক নির্দেশিকা জারি করেছে বীরভূম জেলা প্রশাসন। পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, ট্রাফিক নির্দেশিকা জারি করে সতর্ক করা হয়েছে আগত পর্যটকদের।
advertisement
advertisement
পাশাপাশি টোটো নিয়ন্ত্রণও করা হচ্ছে । এছাড়াও বেশ কয়েকটি নির্দিষ্ট জায়গায় পার্কিংও করা হয়েছে। পর্যটক ও স্থানীয়দের জন্য ১০০০ সিভিক ভলান্টিয়ার, ৩০০ পুলিশ ও পর্যাপ্ত সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
advertisement
না করায় ক্ষুব্ধ পড়ুয়া, প্রাক্তনী, আশ্রমিক, ব্যবসায়ী ও দূর-দূরান্তের পর্যটকরাও। বিশ্বভারতীর প্রাক্তন ও প্রবীণ আশ্রমিকদের একাংশের মত, শান্তিনিকেতনের ঐতিহ্য পরম্পরা সংস্কৃতি সবকিছু মিলেই ইউনেসেকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়ে ছিল। প্রতি বছর যদি এভাবে বসন্তোৎসব বন্ধ হয়ে যায়, কর্তৃপক্ষ উদ্যোগী না হয় আগামী দিনে আন্তর্জাতিক মানের উৎসব হারিয়ে যেতে পারে।
যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির তকমার পর আশ্রম চত্বরে লক্ষাধিক মানুষের সমাগমে বসন্তোৎসব অসম্ভব। ভিড় কমলে বসন্ত বন্দনার আয়োজন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। যদিও কর্মী অধ্যাপকদের মত, ‘সদিচ্ছার অভাবে সব কিছুই হারিয়ে যেতে বসেছে শান্তিনিকেতনে। বসন্ত উৎসব হচ্ছে না বিশ্বভারতীর জন্য এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’
advertisement
তবে হস্তশিল্পী, হোটেল ব্যবসায়ী থেকে স্থানীয় ও পর্যটকদের কথা মাথায় রেখেই বোলপুর পুরসভা ১ নম্বর ওয়ার্ড বসন্তোৎসবের আয়োজন করেছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে। এছাড়াও বোলপুর পুরসভা পাড়ায় পাড়ায় দোল উৎসবের আয়োজন করেছে। ফলে বিশ্বভারতীর বসন্তোৎসব না হলেও শান্তিনিকেতনের পর্যটকের সমাগম কমেনি।
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2024 1:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Holi 2024: পর পর ৪ বছর বন্ধ বসন্ত উৎসব! বিশ্বভারতীর বদলে তাই সেজে উঠল সোনাঝুরি