Birbhum News: রবীন্দ্রগানে সবুজ নিধনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর শান্তিনিকেতন
- Published by:Sovan Goswami
- hyperlocal
- Reported by:SOUVIK ROY
Last Updated:
রতনপল্লীর দু'টি মাঠ সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারে উধাও হয়ে যাচ্ছিল গাছ, তারপর যা করলেন কবিগুরুর অনুগামীরা জানলে অবাক হবেন।
বীরভূম : বেশ কয়েক মাস ধরে শান্তিনিকেতনের সঙ্গীত ভবন লাগোয়া রাস্তা রতনপল্লির দু’টি মাঠ সংলগ্ন এলাকায় উধাও হয়ে যাচ্ছিল বড় বড় প্রাচীন গাছ। স্থানীয় গাছ মাফিয়ারা এই গাছ কাটছিল বলে অভিযোগ উঠেছিল। জানা গিয়েছে, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বোলপুর বন বিভাগ নাকি গাছ কাটার অনুমতি দিয়েছে। শান্তিনিকেতনের হস্তশিল্প মার্কেট থেকে জলাশয় বরাবর অরশ্রী মার্কেট যাওয়ার রাস্তায় জানুয়ারি মাসের প্রথম দিকেই রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের জন্য একের পর এক গাছ কেটে নেওয়া হয়। রতনপল্লির মাঠ সংলগ্ন এলাকায় বড় বড় প্রাচীন গাছ কাটতে দেখে সরব হন অনেকেই। প্রতিবাদে পথে নামেন ঠাকুর পরিবারের সদস্যরা। সামিল হন বিশ্বভারতীর অধ্যাপক ও প্রাণীবন্ধুরা।
এবার পড়ুয়া, প্রাক্তনী, প্রবীণ আশ্রমিক ও বোলপুর- শান্তিনিকেতনের বাসিন্দারা হাতে গাছ বাঁচানোর পোস্টার নিয়ে স্মারকলিপি জমা দিলেন ভারপ্রাপ্ত উপাচার্যকে। পোস্টার হাতে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসের সামনে দিয়ে প্রতিবাদ জানালেন তাঁরা।বোলপুর-শান্তিনিকেতন বাসিন্দাদের দাবি, “সারা পৃথিবীতে গাছ সংরক্ষণ করে উন্নয়নের কাজ চলছে।অন্যদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ ক্যাম্পাসে সৌন্দর্য বৃদ্ধি ও রাস্তা তৈরির নামে একের পর এক গাছ কেটে প্রকৃতিকে ধ্বংস করছে।”
advertisement
advertisement
ভারপ্রাপ্ত উপাচার্য দফতরেনা থাকায় স্মারকলিপি গ্রহণ করেন তাঁর আপ্ত-সহায়ক। যদিও বিশ্বভারতীর উচ্চপদস্থ আধিকারিকদের মতে “শান্তিনিকেতনে প্রকৃতির রক্ষণাবেক্ষণেও যথেষ্ট নজর রয়েছে। পদ্ধতি মেনে প্রয়োজনীয় অনুমতি নিয়েই গাছগুলি কাটা হচ্ছে। ড্রেন, প্রাচীর নির্মাণ সহ সৌন্দর্য বৃদ্ধির আপত্তি ওঠায় প্রাথমিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে গাছ কাটা। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষ কেন গাছ কাটার পথ নিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা জন্মেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
advertisement
ঠাকুর পরিবারের সদস্য সুদৃপ্ত ঠাকুর জানান, “শান্তিনিকেতনে একের পর এক বড় বড় গাছ কেটে নেওয়া হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করছি। বিশ্বের সকলেই রবীন্দ্রনাথকে প্রকৃতির কবি হিসেবেই চেনেন।
আরও খবর পড়তে ফলো করুন
তাছাড়া ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি সম্মান শুধু বিশ্বভারতীর নয়, শান্তিনিকেতনকে প্রকৃতি ও সৌন্দর্যের জন্যই দেওয়া হয়েছে। তাই এই সম্মান রক্ষা করা সকলের কর্তব্য।”
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2024 3:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: রবীন্দ্রগানে সবুজ নিধনের বিরুদ্ধে প্রতিবাদে মুখর শান্তিনিকেতন