সোমবার সাতসকালে রেল অবরোধে ভোগান্তি নিত্যযাত্রীদের
Last Updated:
#ঝাড়গ্রাম: সোমবার সাতসকালে রেল অবরোধে ভোগান্তি ৷ আদিবাসী ভাষার স্বীকৃতির দাবিতে রেল অবরোধ করল আদিবাসীরা ৷ যার জেরে চরম সমস্যায় নিত্যযাত্রীরা ৷ রেল অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে ট্রেন ৷ আটকে রয়েছে পুরুলিয়া এক্সপ্রেস, হলদিয়া শাখায় ৷ খড়গপুর-টাটা এবং খড়গপুর-বালেশ্বর শাখায় বন্ধ ট্রেন চলাচল ৷
আদিবাসী ভাষার স্বীকৃতির দাবিতে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ সাঁওতালি ভাষার স্বীকৃতি-সহ ৯ দফা দাবিতে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ পাশাপাশি সাঁওতাল সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির দাবিতে খেমাশুলি ও শালবনিতে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ খেমাশুলিতে অবরোধের জেরে খড়গপুর-টাটা শাখায় বন্ধ ট্রেন চলাচল ৷ নেকরসিনিতে রেল অবরোধের জেরে খড়গপুর-বালেশ্বর শাখায় বন্ধ ট্রেন চলাচল ৷ বাতিল শালিমার-ভজুডি এক্সপ্রেস, হাতিয়া-খড়পুর প্যাসেঞ্জার এবং হলদিয়া-আসানসোল প্যাসেঞ্জার ৷
advertisement
advertisement
সোমবার সকাল ৬টা থেকে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ ঝাড়গ্রামের আশেপাশএর একাধিক জায়গাতে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে ভারত জাকাত মাঝি পরগনা-সহ আরও বেশ কিছু সাঁওতাল সংগঠন ৷
দক্ষিণ দিনাজপুরেও অবরোধ করেছেন সাঁওতাল সংগঠন ৷ সাঁওতাল ভাষা স্বীকৃতি-সহ ৯ দফা দাবিতে জেলার রাজ্য ও জাতীয় সড়কে অবরোধ করেছেন আদিবাসীরা ৷ পাশাপাশি একই দাবিতে পুরুলিয়াতেও আদিবাসীদের অবরোধ ৷ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে অবরোধ ৷ হরিডি মোড়েও অবরোধ করেন আদিবাসীরা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2018 8:54 AM IST