সোমবার সাতসকালে রেল অবরোধে ভোগান্তি নিত্যযাত্রীদের

Last Updated:
#ঝাড়গ্রাম: সোমবার সাতসকালে রেল অবরোধে ভোগান্তি ৷ আদিবাসী ভাষার স্বীকৃতির দাবিতে রেল অবরোধ করল আদিবাসীরা ৷ যার জেরে চরম সমস্যায় নিত্যযাত্রীরা ৷ রেল অবরোধের জেরে বিভিন্ন স্টেশনে আটকে রয়েছে ট্রেন ৷ আটকে রয়েছে পুরুলিয়া এক্সপ্রেস, হলদিয়া শাখায় ৷ খড়গপুর-টাটা এবং খড়গপুর-বালেশ্বর শাখায় বন্ধ ট্রেন চলাচল ৷
আদিবাসী ভাষার স্বীকৃতির দাবিতে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ সাঁওতালি ভাষার স্বীকৃতি-সহ ৯ দফা দাবিতে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ পাশাপাশি সাঁওতাল সমাজের বিভিন্ন ক্ষেত্রে উন্নতির দাবিতে খেমাশুলি ও শালবনিতে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ খেমাশুলিতে অবরোধের জেরে খড়গপুর-টাটা শাখায় বন্ধ ট্রেন চলাচল ৷ নেকরসিনিতে রেল অবরোধের জেরে খড়গপুর-বালেশ্বর শাখায় বন্ধ ট্রেন চলাচল ৷ বাতিল শালিমার-ভজুডি এক্সপ্রেস, হাতিয়া-খড়পুর প্যাসেঞ্জার এবং হলদিয়া-আসানসোল প্যাসেঞ্জার ৷
advertisement
advertisement
সোমবার সকাল ৬টা থেকে রেল অবরোধ করে আদিবাসীরা ৷ ঝাড়গ্রামের আশেপাশএর একাধিক জায়গাতে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি জারি রেখেছে ভারত জাকাত মাঝি পরগনা-সহ আরও বেশ কিছু সাঁওতাল সংগঠন ৷
দক্ষিণ দিনাজপুরেও অবরোধ করেছেন সাঁওতাল সংগঠন ৷ সাঁওতাল ভাষা স্বীকৃতি-সহ ৯ দফা দাবিতে জেলার রাজ্য ও জাতীয় সড়কে অবরোধ করেছেন আদিবাসীরা ৷ পাশাপাশি একই দাবিতে পুরুলিয়াতেও আদিবাসীদের অবরোধ ৷ পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে অবরোধ ৷ হরিডি মোড়েও অবরোধ করেন আদিবাসীরা ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সোমবার সাতসকালে রেল অবরোধে ভোগান্তি নিত্যযাত্রীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement