Sandeshkhali Incident: শাহজাহানের ভাই সিরাজ'ও জমি হাঙর! উত্তপ্ত সন্দেশখালিতে ফের ছুটে এলেন ডিজি

Last Updated:

শাহজাহান শেখের ভাইয়ের আলঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের একটি মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখান সন্দেশখালির মহিলারা

উত্তপ্ত সন্দেশখালিতে ফের ডিজি, কথা বললেন গ্রামের মহিলাদের সঙ্গে
উত্তপ্ত সন্দেশখালিতে ফের ডিজি, কথা বললেন গ্রামের মহিলাদের সঙ্গে
উত্তর ২৪ পরগনা: শুক্রবার আবারও উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। বেড়মজুরে বাড়ির মহিলারা ঝাঁটা, জুতো নিয়ে বাইরে বেরিয়ে এলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করতে দেখা যায় ডিজিকে। এমন দৃশ্য রীতিমত বিরল। সাধারণত এই ভূমিকা পালন করে থাকেন থানার ওসি-আইসি’রা।
বৃহস্পতিবার থেকে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। পলাতক শাহজাহান শেখের ভাইয়ের আলঘর পুড়িয়ে দেওয়ার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের একটি মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখান সন্দেশখালির মহিলারা। বেড়মজুর-১ পঞ্চায়েতের কাছারি এলাকায় আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। আবারও যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় তাই সন্দেশখালিতে উপস্থিত থাকা ডিজি নিজে ঘটনাস্থলে ছুটে আসেন।
advertisement
advertisement
গতকাল থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠে সন্দেশখালির বেড়মজুর-২ গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি এলাকা। এখানে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের মাছ চাষের আলাঘরে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। এলাকাবাসীদের অভিযোগ, দাদার মতই জমি জবরদখল করেছে সিরাজ। প্রায় ৪০০ বিঘা জমি জবরদখল করে মাছ চাষ করছে সে। এদিন মহিলাদের সঙ্গে কথা বলে সমস্ত অপরাধের বিচার হবে বলে আশ্বস্ত করেন ডিজি। তবে আইন হাতে তুলে নেওয়া যাওয়া যাবে না বলেও সতর্ক করে দেন গ্রামবাসীদের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এর আগে বুধবার রাতে সন্দেশখালি গিয়েছিলেন রাজীব কুমার। বুধবার সারা রাত সেখানে ছিলেন। গ্রামের পথে পথে টহল দেন। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার সহ অন্যান্য পুলিশ কর্তারা। লঞ্চে চেপে এক অজানা জায়গাতেও যান তিনি। তবে শুক্রবার সকাল থেকে ফের উত্তেজনা ছড়ালে সন্দেশখালি ছোট জাম তিনি। এদিনও সন্দেশখালির একাধিক এলাকা নিজে ঘুরে দেখেন ডিজিপি।
advertisement
জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali Incident: শাহজাহানের ভাই সিরাজ'ও জমি হাঙর! উত্তপ্ত সন্দেশখালিতে ফের ছুটে এলেন ডিজি
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement