সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের উপর নজর বালি মাফিয়াদের,গজিয়ে উঠছে অবৈধ খাদান
Last Updated:
বিশ্বখ্যাত সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের উপর নজর পড়েছে বালি মাফিয়াদের। রাতের অন্ধকারে চলছে গাছ কাটা।
#সুন্দরবন: বিশ্বখ্যাত সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের উপর নজর পড়েছে বালি মাফিয়াদের। রাতের অন্ধকারে চলছে গাছ কাটা। সকালে বস্তাবন্দি হচ্ছে বালি। গজিয়ে উঠছে অবৈধ খাদান। এর জেরে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। থানায় অভিযোগ দায়ের করেছে জেলার বন বিভাগ।
পৃথিবীর একক বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ অরণ্য হিসেবে পরিচিত সুন্দরবন। বাইন, গড়ান, সুন্দরী, কেওড়া, পশুরসহ প্রায় একশো প্রজাতীর গাছ নিজের খেয়ালেই ধরে রেখেছে প্রাকৃতিক ভারসাম্য। এই অরণ্যেই অবাধ বিচরণ র্যয়াল বেঙ্গল টাইগারের। কিন্তু, ম্যানগ্রোভেই এবার মাফিয়াদের থাবা। ক্যানিংয়ের মাতলা নদীর চরে ম্যানগ্রোভ অরণ্য কেটে তৈরি হচ্ছে অবৈধ বালি খাদান। দিনে দুপুরে এভাবেই বস্তাবন্দি হচ্ছে বালি।
advertisement
বিষয়টি নজরে আসতেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বন বিভাগ।
advertisement
ম্যানগ্রোভ অঞ্চলে গাছ কেটে ভেড়ি তৈরির অভিযোগ নতুন কিছু নয়। শুধু ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসই নয়। মাতলা ব্রিজের তলায় পিলারের গা ঘেসে মাটি কেটে পাচার করছে এক দল মাফিয়া। দিনেদুপুরে সবকিছু হচ্ছে। খাস SDO অফিসের সামনেই নাকি গজিয়ে উঠছে অবৈধ বালি খাদান। অথচ, খবর নেই জেলা পরিষদের সহ সভাধিপতির কাছেই।
advertisement
মাতলা নদীর পাড়ে গড়ে ওঠা এই ম্যানগ্রোভ অরণ্যেই শীতের মরশুমে পাড়ি দেয় কয়েকশো প্রজাতির পরিযায়ী পাখি। এই অরণ্যই র্যয়াল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, ডলফিনদের সেফ জোন। রয়েছে ইলিশ, ভেটকি, পারসে, পলগা, বাগদার ভাণ্ডার। তাই এভাবের ম্যানগ্রোভ ধ্বংস প্রাকৃতিক ভারসাম্যের পক্ষে বড় ধাক্কা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2017 11:11 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের উপর নজর বালি মাফিয়াদের,গজিয়ে উঠছে অবৈধ খাদান