হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বাবা বিজ্ঞানী, মা শিক্ষিকা, আইসিএসই-তে প্রথম সম্বিতের আনন্দের ঘোর কাটছেই না

ICSE Examination : বাবা বিজ্ঞানী, মা শিক্ষিকা, আইসিএসই পরীক্ষায় প্রথম হয়ে সম্বিতের আনন্দের ঘোর যেন কাটছেই না

পাখির চোখ আইআইটি পাওয়া

পাখির চোখ আইআইটি পাওয়া

ICSE Examination : ভবিষ্যতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এই মেধাবী ছাত্র

  • Local18
  • Last Updated :
  • Share this:

বর্ধমান : দশম শ্রেণীর সর্বভারতীয় আইসিএসই বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের সম্বিত মুখোপাধ্যায়। সম্বিতের বাড়ি বর্ধমান শহরের পার্কাস রোড এলাকায়। তার এই সাফল্যে উচ্ছ্বসিত বর্ধমান সেন্ট জেভিয়ার্স স্কুলের শিক্ষক শিক্ষিকারা । প্রিন্সিপাল ফাদার মারিয়া সাভারিয়াপ্পান এস জে জানান, সম্বিতের ভাল ফলাফল আগামী দিনে স্কুলের বাকি পড়ুয়াদের অনুপ্রাণিত করবে ।

মোট ৯০০-র মধ্যে সম্বিতের প্রাপ্ত নম্বর ৮৯২। ইংরেজি তে ৯৯, বাংলায় ৯৫, ইতিহাস ও সিভিক্স-এ ১০০, ভূগোলে ৯৯, অংকে ১০০, ফিজিক্সে ৯৯, কেমিস্ট্রি তে ১০০, বায়োলজি তে১০০ এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১০০ নম্বর পেয়েছে সম্বিত মুখোপাধ্যায়।

Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023

সম্বিতের বাবা একজন রসায়ন বিজ্ঞানী। মা সুতপা মুখোপাধ্যায় দেবীপুর স্টেশন গার্লস হাই স্কুলের শিক্ষিকা। সম্বিত জানিয়েছে, তার পাখির চোখ আইআইটি পাওয়া। ভবিষ্যতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে এই মেধাবী ছাত্র। সম্বিত জানিয়েছে, এই ফল তাকে সামনের বড় পরীক্ষাগুলোয় আরও ভাল ফল করার উৎসাহ যোগাবে। আনন্দের মধ্যেই আগামী পরীক্ষা গুলোর জন্য মানসিক ভাবে প্রস্তুত হচ্ছে সে।

 

সে জানিয়েছে, গিটার বাজানো, ছবি আঁকা আর দাবা খেলা তার শখ। আউটডোর গেমের প্রতি ঝোঁক না থাকলেও ক্রিকেট খেলা দেখতে সে ভালবাসে। সম্বিত জানিয়েছে, ক্লাস থ্রি থেকেই সে ক্লাসে প্রথম হয়ে আসছে। স্বাভাবিকভাবেই স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে প্রাইভেট শিক্ষকরা সকলেই তাকে সবরকম ভাবে সহযোগিতা করেছেন। সম্বিতের এই দুর্দান্ত ফলাফলের খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বর্ধমান শহর জুড়ে।

 

স্কুলের এক পড়ুয়া দেশের মধ্যে প্রথম হয়েছে । এই খবরে খুশি স্কুলের প্রিন্সিপাল ফাদার মারিয়া সাভারিয়াপ্পান এস জে । তিনি বলেন, ”সম্বিত মুখোপাধ্যায় দেশের মধ্যে প্রথম র‍্যাঙ্ক করেছে। আমরা খুব খুশি । সে 99.8 শতাংশ নম্বর পেয়েছে । এছাড়া আরও দু’জন ছাত্র অনীশ দত্ত এবং অরিত্র বসু 99.2 শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে যুগ্মভাবে চতুর্থ হয়েছে । ওদের সাফল্যের আসল কারণ, সকলেই নিয়মিত স্কুলে আসত । পাশাপাশি মনোযোগ দিয়ে স্কুলের পড়াশোনা অনুসরণ করত ।

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: ICSE Examination