Jhargram News : হাসপাতালে ভর্তি হলেই মিলবে ৫০০ টাকা, আজই নাম নথিভুক্ত করুন রাজ্য সরকারের এই প্রকল্পে

Last Updated:

বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় ১৮ থেকে ৬০ বছর বয়সের পুরুষ মহিলা সকলকেই ২ লক্ষ টাকার জীবন বীমা প্রদান করছে বিনামূল্যে। তার পাশাপাশি ৬০ বছর বয়স হলেই পাওয়া যাবে প্রায় আড়াই লক্ষ টাকা।

দুয়ারে সরকারের শিবিরে চলছে নাম নথিভুক্তি করন
দুয়ারে সরকারের শিবিরে চলছে নাম নথিভুক্তি করন
ঝাড়গ্রাম : চিকিৎসার জন্য হাসপাতালে বা নার্সিংহোমে ভর্তি হলে প্রতিদিন ৫০০ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। কেবলমাত্র দুয়ারে সরকারের শিবিরে গিয়ে করতে হবে একটা আবেদন। তারপরই নিশ্চিত হয়ে যাবে নিজের কর্ম দিবসের নিরাপত্তা এবং জীবনের ক্ষতিপূরণের বীমা। সম্পূর্ণটাই পাওয়া যাবে বিনামূল্যে।
দুয়ারে সরকারের শিবিরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির পরিষেবা প্রদান করা হচ্ছে বাংলার মানুষকে। তার মধ্যে অন্যতম প্রকল্প হল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের ২ লক্ষ টাকা জীবন বীমা প্রদান করার পাশাপাশি আর্থিক নিরাপত্তা ও প্রদান করে থাকে। ১৮ থেকে ৬০ বছর বয়সের পুরুষ, মহিলা অসংগঠিত যে কোনও স্তরের শ্রমিক এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্তকরণ করতে পারে। সাধারণ পদ্ধতিতেই সহজ সরল ভাবেই নাম নথিভূক্তকরণ করা যায় এই প্রকল্পে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
নাম নথিভুক্ত করণ করলেই সরকার তার একাউন্টে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা করবে। ৬০ বছর বয়স উত্তীর্ণ হলে চক্রবৃদ্ধি সুদের হারে যার টাকা সঞ্চয় হবে সেই টাকা তুলে দেওয়া হবে প্রাপককে। সর্বোচ্চ আড়াই লক্ষ টাকা এককালীন পেয়ে যাবে প্রকল্পের প্রাপক। এর পরেও রয়েছে নানা সুবিধা, দুর্ঘটনা জনিত কারণে ৬০ বছরের মধ্যে মৃত্যু হলে পাওয়া যাবে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ। স্বাভাবিক মৃত্যু হলে পাওয়া যাবে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ। দুর্ঘটনা জনিত কারণে অঙ্গহানি হলেও সেখানেও পাওয়া যাবে ক্ষতিপূরণ।
advertisement
বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে নির্মাণ কর্মীদের জন্য সংযুক্ত করা হয়েছে “লস অফ এমপ্লয়মেন্ট” নামের আর্থিক নিরাপত্তা। অর্থাৎ কোনও নির্মাণ কর্মী হাসপাতালে ভরতিহলে প্রথম পাঁচ দিন তাকে ৫০০ টাকা করে প্রদান করা হবে ।তারপর প্রতিদিন ২০০ টাকা করে এক বছরে সর্বোচ্চ ২০ হাজার টাকা তাঁকে প্রদান করবে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে। হাসপাতাল বা নার্সিংহোম থেকে ছাড়া পাবার পর ডিসচার্জ সার্টিফিকেট নিয়ে নিকটবর্তী শ্রম দফতরে আবেদন জানালে ব্যাংক অ্যাকাউন্ট মারফত এই টাকা পাওয়া যাবে।
advertisement
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News : হাসপাতালে ভর্তি হলেই মিলবে ৫০০ টাকা, আজই নাম নথিভুক্ত করুন রাজ্য সরকারের এই প্রকল্পে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement