Sale Sale Sale: জামাকাপড় নয়, এবার মিষ্টিতেও সেল! রসগোল্লা থেকে দিলখুশ ছাড় ৩০%

Last Updated:

Sale Sale Sale: জামাকাপড় নয়, এবার মিষ্টিতেও সেল! রসগোল্লা থেকে দিলখুশ ক্রেতাদের ভিড় সামাল দিতে হিমশিম

+
সেলের

সেলের মিষ্টি

উত্তর ২৪ পরগনা: অশোকনগরে মিষ্টির দোকানে দেখা গেল অভিনব সেল! মাত্র ৭০ টাকায় মিলল ২০ পিস রসগোল্লা। মিষ্টি প্রেমীদের ভিড় জমলো দূরদূরান্ত থেকে। জানা গিয়েছে, অশোকনগরের শেরপুর এলাকায় বল্লভ মিষ্টান্ন ভান্ডার খুলল তাদের নতুন একটি শাখা। সেই আনন্দেই এমন চমকপ্রদ সেল এর আয়োজন, যা রীতিমতো  ফেলে দিল গোটা এলাকায়।
জামাকাপড় নয়, এই সেল দেওয়া হল শুধুই মিষ্টিতে। আর তাতেই মিষ্টি প্রেমীদের ঢল দোকানে। মাত্র ৭০ টাকায় ২০ পিস রসগোল্লা, এমন অফার পেয়ে কে-ই বা হাতছাড়া করে! রসগোল্লার পাশাপাশি হরেক রকম মিষ্টির উপর চললো ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। দোকানে সারাদিন দেখা গেল উপচে পড়া ভিড়। অশোকনগরের বাইরেও আশপাশের এলাকা ও দূরদূরান্ত থেকে মানুষ ছুটে এলেন শুধুই এই বিশেষ ছাড়ের মিষ্টি কিনতে।
advertisement
advertisement
দোকান মালিক জানান, নতুন শাখা খোলা উপলক্ষে চাইছিলাম সবাইকে একটা মিষ্টি চমক দিতে। ভবিষ্যতেও এরকম অফার চলতে থাকবে। মিষ্টির তালিকায় ছিল দই, ভাজা রসগোল্লা, দিলখুশ, পটল সন্দেশ সহ আরও নানা ধরনের সুস্বাদু মিষ্টি। বিক্রি এতটাই বেশি হয়েছে যে একাধিকবার নতুন করে মিষ্টি তৈরি করে আনতে হয়েছে দোকানে। সোশ্যাল মিডিয়ায়ও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই সেলের খবর। অনেকেই পোস্ট করছেন এই দুর্দান্ত অফার নিয়ে। ফলে এখন সেলের এই মিষ্টি কিনতে ভিড় অশোকনগরে।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sale Sale Sale: জামাকাপড় নয়, এবার মিষ্টিতেও সেল! রসগোল্লা থেকে দিলখুশ ছাড় ৩০%
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement