WB 10th Result 2019: মাধ্যমিকের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, ১১ বছরেই মাধ্যমিক পাস সইফার

Last Updated:
#হাওড়া: মাধ্যমিকে অন্য কৃতিত্ব সইফার ৷ মাত্র ১১ বছর বয়সেই মাধ্যমিকে সফল সইফা খাতুন ৷ রাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ৷ সবচেয়ে কম বয়সে মাধ্যমিক পাশের নজির গড়লেন হাওড়ার আমতার বাসিন্দা সইফা খাতুন ৷
-প্রকৃত অর্থেই বিস্ময় বালিকা হাওড়ার সইফা খাতুন। কোনওদিন স্কুলেই যায়নি। এবারের মাধ্যমিকে এই ১১ বছরের সইফাই গোটা রাজ্যের বিস্ময়। কোনও স্কুলে না পড়েই এই বিরল কৃতিত্ব গড়েছেন সইফা খাতুন ৷ ইতিহাসে এই প্রথমবার কেউ ১১ বছর বয়সে মাধ্যমিকে উত্তীর্ণ হল। তবে তার আগে কাঠখড় পোড়াতে হয়েছে বিস্তর।
শুনলে আশ্চর্য হবেন ১১ বছরে মাধ্যমিক দিলেও ৬ বছরের মধ্যেই মাধ্যমিকের সমস্ত বই ও কোর্স কমপ্লিট করে ফেলেছিল এই কৃতী ৷ অনুমতি না মেলায় ৬ বছর বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি ৷  সইফার এত ছোট বয়সে মাধ্যমিক দেওয়ার ইচ্ছে পূরণ করতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে পরিবার ৷ এরপর তাঁর হস্তক্ষেপেই সইফাকে মাধ্যমিকে বসার ছাড়পত্র দেয় পর্ষদ ৷
advertisement
advertisement
বিরল মেধার অধিকারী সইফা এক বছর তিন মাস বয়স থেকেই বিভিন্ন অনুষ্ঠানে গজল গাইত ও আবৃত্তি করত ৷ দুই বছর যখন বয়স, তখন থেকে ইংরেজি বাংলা কাগজ পুরোটা পড়ে তর্জমা করতে পারত সইফা ৷ তাঁর প্রিয় বিষয় জীবন বিজ্ঞান ৷
বাবাই সইফার আদর্শ, তার শিক্ষক ৷ বাবার মতোই বড় হয়ে হয়ে ডাক্তার হতে চায় ১১ বছর বয়সী এই মাধ্যমিক উত্তীর্ণা ৷ তবে আপাতত মাধ্যমিকে প্রাপ্ত নম্বর নিয়ে খুশি নয় সইফা খাতুন ৷ তাই শীঘ্রই স্কুটিনির আবেদন করবে বলে জানায় সে ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB 10th Result 2019: মাধ্যমিকের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, ১১ বছরেই মাধ্যমিক পাস সইফার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement