সাগরের জুনিয়র হাইস্কুল সরকারি স্কুলের তকমা পেয়েও পাচ্ছে না সরকারি সুযোগ 

Last Updated:

সরকারি বিদ্যালয়ের তকমা পেয়েছে নামেই, কিন্তু নূন্যতম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই বিদ্যালয়। শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে এলেও পান না কোনও পারিশ্রমিক। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার প্রান্তিক এলাকা সাগরদ্বীপের কমলপুর জুনিয়র হাইস্কুলে।

+
কমলপুর

কমলপুর জুনিয়র হাইস্কুল 

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সরকারি বিদ্যালয়ের তকমা পেয়েছে নামেই, কিন্তু নূন্যতম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই বিদ্যালয়। শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে এলেও পান না কোনও পারিশ্রমিক। এমন ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার প্রান্তিক এলাকা সাগরদ্বীপের কমলপুর জুনিয়র হাইস্কুলে।
এই স্কুলটি গড়ে উঠেছিল ১৯৭১ সালে। বর্তমানে শতাধিক পড়ুয়া রয়েছে এই বিদ্যালয়ে। সরকারিভাবে মিড-ডে মিলের ব্যবস্থাও রয়েছে। সরকারি স্কুল হলেও এখনও সরকারি সাহয্যের দিকে চাতক পাখির মত চেয়ে রয়েছেন এই স্কুলের শিক্ষকরা।
১৯৭১ সালে গঙ্গাসাগরের কমলপুর গ্রামে, কমলপুর জুনিয়র হাই স্কুল গড়ে উঠলেও প্রথমেই এই স্কুল সরকারি ভাবে অনুমোদন পায়নি‌। ১৯৯২ সালে এই স্কুল সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য হাইকোর্টে মামলা করে। পরে ২০০৪ সালে সরকারি ভাবে অনুমোদন পায় এই স্কুল।
advertisement
advertisement
এই বিষয়টি স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহানুভূতির সঙ্গে দেখেছেন বলে জানিয়েছেন এবং তিনি নিজেও অর্থনৈতিকভাবে সাহায্য করেছে বলেও জানা গেছে।তবে দিনের পর দিন যদি এইভাবে শিক্ষকরা বেতন না পায়, তাহলে এখানে শিক্ষা ব্যবস্থা অনেকটাই থমকে যেতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। এ নিয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অবিরাম দাস জানিয়েছেন, স্কুলটি এইরকম ভাবে চলছে।
advertisement
স্কুলটির সরকারি অনুমোদন মিললেও অর্থনৈতিক স্বাধীনতা মেলেনি। ফলে এই অবস্থায় চলছে। একাধিকবার সমস্ত জায়গায় জানিয়েও কোনও কাজ হচ্ছেনা। সরকার যদি বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে তাহলে খুব ভাল হয় বলে জানিয়েছেন তাঁরা।
যদিও এ নিয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান। এই বিষয়টি নিয়ে খোঁজখবর করে জানতে পারি আগে একটি অর্ডারে লেখা ছিল স্কুলটির সরকারি অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষকদের কোনও টাকা দেওয়া হয়না। বিষয়টি নিয়ে সবরকম চেষ্টা করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাগরের জুনিয়র হাইস্কুল সরকারি স্কুলের তকমা পেয়েও পাচ্ছে না সরকারি সুযোগ 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement