Sagardighi by election result: শূন্যের গেরো কাটবে সাগরদিঘিতে? বাম-কংগ্রেসকে আশার আলো দেখাচ্ছেন বায়রন বিশ্বাস

Last Updated:
সাগরদিঘিতে এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস৷
সাগরদিঘিতে এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস৷
 সাগরদিঘি: সাগরদিঘি উপনির্বাচনের তৃতীয় রাউন্ডের গণনার পরেও এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে ১৯৫৯ ভোটে এগিয়ে গেলেন তিনি৷ এখনও পর্যন্ত যা ভোট গণনা রয়েছে, তার ৪২ শতাংশই পেয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী৷
২০২১-এর বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েও খাতা খুলতে পারেনি বাম-কংগ্রেস৷ সেক্ষেত্রে শেষ পর্যন্ত বায়রন বিশ্বাস সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হলে শূন্যর গেরো কাটিয়ে বিধানসভায় পা রাখবেন কোনও কংগ্রেস বিধায়ক৷
যদিও প্রথম দু রাউন্ডের গণনায় পিছিয়ে থাকলেও শুধুমাত্র তৃতীয় রাউন্ডের গণনায় কংগ্রেস প্রার্থীর তুলনায় বেশি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী। তবে প্রথম দু রাউন্ড এগিয়ে থাকার সুবাদে তিন রাউন্ড মিলিয়ে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। ফলে সাগরদিঘিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকছেই।
advertisement
advertisement
তৃণমূল কংগ্রেস অবশ্য এখনও আত্মবিশ্বাসী, সাগরদিঘিতে শেষ পর্যন্ত ঘাসফুলই ফুটবে৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে এই সাগরদিঘি আসনে উপনির্বাচন হচ্ছে৷ ২০১১, ২০১৬ এবং ২০২১ নির্বাচনে তিন বারই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুব্রত বিশ্বাস৷ ২০২১ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন সুব্রত বিশ্বাস৷ হারিয়েছিলেন বিজেপি প্রার্থীকে৷
advertisement
কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস দাবি করেছেন প্রথম দু রাউন্ডে তাঁরা যে এলাকাগুলি থেকে লিড পেয়েছেন, সেখানে তাদের সংগঠন শক্তিশালী নয়৷ ওই সমস্ত এলাকায় তাদের এগিয়ে যাওয়ার অর্থ, কংগ্রেসের জয় নিশ্চিত৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sagardighi by election result: শূন্যের গেরো কাটবে সাগরদিঘিতে? বাম-কংগ্রেসকে আশার আলো দেখাচ্ছেন বায়রন বিশ্বাস
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement