সাগরদিঘি: সাগরদিঘি উপনির্বাচনের তৃতীয় রাউন্ডের গণনার পরেও এগিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে ১৯৫৯ ভোটে এগিয়ে গেলেন তিনি৷ এখনও পর্যন্ত যা ভোট গণনা রয়েছে, তার ৪২ শতাংশই পেয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী৷
২০২১-এর বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়েও খাতা খুলতে পারেনি বাম-কংগ্রেস৷ সেক্ষেত্রে শেষ পর্যন্ত বায়রন বিশ্বাস সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হলে শূন্যর গেরো কাটিয়ে বিধানসভায় পা রাখবেন কোনও কংগ্রেস বিধায়ক৷
যদিও প্রথম দু রাউন্ডের গণনায় পিছিয়ে থাকলেও শুধুমাত্র তৃতীয় রাউন্ডের গণনায় কংগ্রেস প্রার্থীর তুলনায় বেশি ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী। তবে প্রথম দু রাউন্ড এগিয়ে থাকার সুবাদে তিন রাউন্ড মিলিয়ে এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী। ফলে সাগরদিঘিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকছেই।
আরও পড়ুন: ত্রিপুরায় এগিয়ে বিজেপি, মেঘালয়ে দারুণ ফলের ইঙ্গিত তৃণমূলের!
তৃণমূল কংগ্রেস অবশ্য এখনও আত্মবিশ্বাসী, সাগরদিঘিতে শেষ পর্যন্ত ঘাসফুলই ফুটবে৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে এই সাগরদিঘি আসনে উপনির্বাচন হচ্ছে৷ ২০১১, ২০১৬ এবং ২০২১ নির্বাচনে তিন বারই এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুব্রত বিশ্বাস৷ ২০২১ বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকেই ৫০ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন সুব্রত বিশ্বাস৷ হারিয়েছিলেন বিজেপি প্রার্থীকে৷
কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস দাবি করেছেন প্রথম দু রাউন্ডে তাঁরা যে এলাকাগুলি থেকে লিড পেয়েছেন, সেখানে তাদের সংগঠন শক্তিশালী নয়৷ ওই সমস্ত এলাকায় তাদের এগিয়ে যাওয়ার অর্থ, কংগ্রেসের জয় নিশ্চিত৷
লাইভ আপডেট পান ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2023 | Tripura Election Result 2023 এখানেনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bayron Biswas, Congress, Left, Sagadighi by election, TMC