Safe Drive Save Life: বর্ণাঢ্য শোভাযাত্রায় 'সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর প্রচার
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Safe Drive Save Life: পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এই দিন মানভূম ভিক্টোরিয়া বিদ্যালয় থেকে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচারে একটি র্যালি বের হয়
পুরুলিয়া: সাধারণ নাগরিকদের স্বার্থে রাজ্য পুলিশের অন্যতম কর্মসূচি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। পথ দুর্ঘটনা এড়াতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ক্রমাগত সেফ ড্রাইভ, সেভ লাইফ-এর প্রচার চালিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ। ২০১৬ সালের ৮ জুলাই পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর তা ষষ্ঠ তম বর্ষে পদার্পণ করল। তাই সর্বত্রই সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার চলছে।
পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে এই দিন মানভূম ভিক্টোরিয়া বিদ্যালয় থেকে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচারে একটি র্যালি বের হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। র্যালি শেষে একটি সভার আয়োজন করা হয় পুরুলিয়ার শহরের ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকেই স্কুল পড়ুয়াদের হাতে গাছের চারা বিতরণ করা হয়।
advertisement
advertisement
এই বিষয়ে পুরুলিয়ার এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, এই কর্মসূচির মাধ্যমে আগেও ট্রাফিক পুলিশ মানুষকে সচেতন করত। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ কর্মসূচিকে একত্রে সম্মিলিত করেছেন। আর তাতেই ব্যাপক হারে প্রচার চলেছে সর্বত্র। পুলিশ, প্রশাসন, বনদফতর , বিভিন্ন প্রশাসনিক স্তরে সেফ ড্রাইভ সেভ লাইফ-এর প্রচার চলেছে। আর তাতেই বিরাট সফলতা এসেছে। আগামী দিনে আরও ব্যাপকভাবে এর প্রচার চলবে।
advertisement
২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। এই প্রকল্পে সচেতনতার অগ্রগতিতে মুখ্য ভূমিকা পালন করছে রাজ্য পুলিশ ও পরিবহন দফতর। রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের ফলে দুর্ঘটনার হার অনেকটা কমেছে। মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা। উপকৃত হয়েছে বহু মানুষ। তাই পুরুলিয়া জেলা পুলিশ এইদিন মহাসাড়ম্বরে পালন করল এই দিনটি।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2024 10:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Safe Drive Save Life: বর্ণাঢ্য শোভাযাত্রায় 'সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর প্রচার