Russia Ukraine War|| যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে আটকে রোহিত, বর্ধমানে দুশ্চিন্তার পরিবারের সদস্যরা

Last Updated:

East Bardhaman student Rohit bhakta stuck in Ukraine: বর্ধমান শহরের রায়ান-১ পঞ্চায়েতের নারায়ণদীঘি এলাকার বাসিন্দা পেশায় বিদ্যুৎ কর্মী তারাচরণ ভকতের ছেলে রোহিত ভকত ইউক্রেনের পলতভা শহরে আটকে আছে। ঘোর উদ্বেগে দিন কাটাচ্ছেন ভকত পরিবার।

ইউক্রেনে আটকে পড়া পড়ুয়া রোহিত ভকত।
ইউক্রেনে আটকে পড়া পড়ুয়া রোহিত ভকত।
#বর্ধমান: ইউক্রেনে আটকে বর্ধমানের পড়ুয়া। চিন্তায় পরিবার। বর্ধমান শহরের রায়ান-১ পঞ্চায়েতের নারায়ণদীঘি এলাকার বাসিন্দা পেশায় বিদ্যুৎ কর্মী তারাচরণ ভকতের ছেলে রোহিত ভকত ইউক্রেনের পলতভা শহরে আটকে আছে। ঘোর উদ্বেগে দিন কাটাচ্ছেন ভকত পরিবার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও উদ্বেগ বাড়ছে। ইউক্রেনে আটকে এই দেশের অনেক পড়ুয়া। তার মধ্যে রয়েছেন এ রাজ্যের অনেকে। পূর্ব বর্ধমানেরও কয়েকজন ইউক্রেনের একাধিক জায়গায় আটকে পড়েছেন। কালনা, পূর্বস্থলীর পাশাপাশি রয়েছেন বর্ধমানের রোহিত।
রোহিতের বাবা তারাচরণবাবু জানিয়েছেন, ইউক্রেনে তার ছেলে সাড়ে তিন বছর আগে কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার জন্য গিয়েছিল। আচমকা রাশিয়ান হামলা শুরু হয়ে যাওয়ায় গোটা ইউক্রেন জুড়ে রেড এলার্ট জারি করা হয়েছে। অন্যান্য দেশের লোকেরা সবাই নিজের নিজের দেশে ফিরে আসার চেষ্টা করছে।
আরও পড়ুন: ভোটের মুখে বর্ধমানে বিজেপি কার্যালয়ের সামনে বোমা! রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে
তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে তার ছেলে ও ছেলের সঙ্গীরা। এই মুহূর্তে পোলতভা থেকে রোহিত ও তার বন্ধুরা লিভে নামে একটি শহরে সরে এসেছে। এরপর সড়ক পথে তাদের প্রায় ৩০০কিলোমিটার দূরে হাঙ্গেরির সীমান্তে নিয়ে যাবে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা। আর সেখান থেকেই প্লেনে ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে ভারতীয় দূতাবাস বলে জানিয়েছে রোহিত।
advertisement
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর চিৎকার! বাইক-সহ আরোহীকে চাকায় পিষে টানল লরি! ধূপগুড়ির রাস্তা ভাসল রক্তে
রোহিতের বাবা তারাচরণ ভকত জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী সহ তাঁর পরিবার এই মুহূর্তে রীতিমত উদ্বেগে রয়েছেন। ছেলের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রাখছেন ফোনের মাধ্যমে। রোহিত তাদের বড় ছেলে। তাদের সারে তিন বছরের আরেকটি পুত্র সন্তান আছে। বর্ধমান শহরের সিএমএস ( বি সি রোড) স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনার জন্য রোহিত কে ইউক্রেনে পাঠানো হয় উচ্চ শিক্ষার জন্য। কিন্তু পড়াশোনার একদম শেষ পর্যায়ে এসে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ক্যারিয়ারের কি হবে তা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। তবে সব আশঙ্কাকে ছাপিয়ে এখন ঘরের ছেলের ঘরে ফিরে আসার প্রহর গুনছেন মা, বাবা থেকে গোটা পরিবার ও পাড়া প্রতিবেশীরা।
advertisement
Saradindu Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Russia Ukraine War|| যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে আটকে রোহিত, বর্ধমানে দুশ্চিন্তার পরিবারের সদস্যরা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement