Bangla News: মাঠের মধ্যেই গোপনে চলছিল...! পুলিশ হাতেনাতে ধরতেই যা বেরিয়ে এল, এক মুহূর্তেই সব শেষ!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rahi Haldar
Last Updated:
Bangla News: স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ যারা প্রশাসনিক পদে রয়েছে জনপ্রতিনিধি তাদের জমিতে পোস্ত চাষ হয়েছে। ব্যবস্থা নিলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
হুগলি: আবারও ধরা পরল চাষের জমির আড়ালে বেআইনি পোস্ত চাষ। এবার পলবার আমনান গ্রাম পঞ্চায়েতের ডুবুরি ভেড়ি এলাকায় ১০ কাঠা জমি জুড়ে হয়েছিল এই বেআইনি পোস্ত চাষ। হুগলি গ্রামীন পুলিশের অভিযানে নষ্ট করা হল পোস্ত গাছ। বেআইনি পোস্ত চাষের বিরুদ্ধে আগামী দিনেও চলবে হুগলি গ্রামীণ পুলিশের এই বিশেষ অভিযান। একই সঙ্গে তারা সচেতন করবেন এলাকার কৃষকদেরও যাতে তারা বেআইনি কাজ না করে।
একটু বেশি মুনাফা লাভের আশায় অনেক কৃষকরা লুকিয়ে জমিতে পোস্ত চাষ করেন। তবে ভারতীয় আইন বিধি অনুযায়ী বেশ কিছু গাছের চাষ নিষিদ্ধ করা রয়েছে। তার মধ্যে অন্যতম হল পোস্ত গাছ। কারণে এই পোস্ত গাছ থেকেই তৈরি হয় মরফিন এর অন্যতম উপাদান ও নেশার বিভিন্ন সামগ্রী। সেই কারণে এই ধরনের গাছ চাষ করতে পেতে হয় সরকারি অনুমোদন। সরকার স্বীকৃত না হলে পোস্ত চাষকে বেআইনি বলে ধরা হয়। এবং যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন তাদেরও কঠোর শাস্তি হয়।
advertisement
আরও পড়ুন-লাফিয়ে বাড়বে শুক্রাণুর সংখ্যা, ঝিমিয়ে পড়া পুরুষত্ব জেগে উঠবে ৭ দিনে, পুরুষদের ‘রামবাণ’ এই ফল, এভাবে খেলেই যৌবন-স্ট্যামিনা চাঙ্গা!
advertisement
হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সী পলবা থানার ওসি নাজির উদ্দিন আলীকে নিয়ে গিয়ে ওই পোস্ত চাষ নষ্ট করেন। ডিএসপি জানান, বেআইনিভাবে পোস্ত চাষ হচ্ছে খবর পাই আমরা। সেইমতো পুলিশ ফোর্স নিয়ে এসে ডুবি খুব মৌজার জমিতে পোস্ত গাছ নষ্ট করা হয়। আগামী দিনে যদি কেউ বেআইনিভাবে এই চাষ করেছে এরকম খবর পাওয়া যায় তাদের বিরুদ্ধে অভিযান হবে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন-বর আসার সঙ্গে সঙ্গেই চিৎকার, অঝোরে কান্না শুরু কনের, তারপরই ঘটে গেল…, বিয়ের আসরে মুহূর্তে সব শেষ!
স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ যারা প্রশাসনিক পদে রয়েছে জনপ্রতিনিধি তাদের জমিতে পোস্ত চাষ হয়েছে। ব্যবস্থা নিলে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তবে পুলিশ যে অভিযান চালাচ্ছে বেআইনি চাষের বিরুদ্ধে তাকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 10, 2025 5:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: মাঠের মধ্যেই গোপনে চলছিল...! পুলিশ হাতেনাতে ধরতেই যা বেরিয়ে এল, এক মুহূর্তেই সব শেষ!