বিবাহিত যুবকের সঙ্গে প্রেমের শাস্তি, প্রকাশ্যে যুবতীকে ১০০ বার কান ধরে ওঠবস করানো হল !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ওই যুবতীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি এক বিবাহিত পুরুষের সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কে লিপ্ত। সেজন্যই এই শাস্তি।
#ঘাটাল: অবৈধ প্রেমের শাস্তি বেশ ভালমতোই পেলেন এক প্রেমিক যুগল ৷ যুবতীর বিরুদ্ধে অভিযোগ ছিল এক বিবাহিত পুরুষের সঙ্গে বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ৷ তার ফল যে খুব একটা ভাল হল না, তা বোঝা গেল শুক্রবার রাতে ৷ প্রকাশ্যে ১০০ বার কান ধরে ওঠবস করানো হল যুবতীকে ৷ ঘটনাটি ঘটেছে ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েত এলাকার কন্দর্পচক গ্রামে।
ওই যুবতীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি এক বিবাহিত পুরুষের সঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্কে লিপ্ত। সেজন্যই এই শাস্তি। অবশ্য ওই শাস্তি থেকে বাদ যায়নি অভিযুক্ত প্রেমিকও। তাঁকেও একই সঙ্গে ওই গণআদালতে কানধরে ওঠবস করানো হয় এদিন।
খোঁজ নিয়ে জানা গিয়েছে, ওই সালিশি সভার নেতৃত্ব দিয়েছিলেন ইড়পালা এলাকার বাসিন্দা অবসর প্রাপ্ত এক বিএসএফ জওয়ান। ওই এলাকায় এই ধরনের ঘটনা নতুন নয়। গত বছর ১৫ জুলাই ওই গ্রামের পাশের গ্রাম ধসাচাঁদপুরের মোড়লরা ঠিক একই ভাবে এক গৃহবধূ এবং এক যুবককে গাছে বেঁধে জোর করে বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তা নিয়েও এলাকায় বিতর্কের ঝড় ওঠে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 30, 2020 2:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বিবাহিত যুবকের সঙ্গে প্রেমের শাস্তি, প্রকাশ্যে যুবতীকে ১০০ বার কান ধরে ওঠবস করানো হল !