Rohini Festival: রোহিনী উৎসব কী জানেন? দেখুন ভিডিও

Last Updated:

Rohini Festival: লাল মাটির জেলা পুরুলিয়ার কৃষিকাজ নির্ভরশীল বর্ষার উপর। বর্ষার আগমনের উপর হিসাব করেই এই জেলায় আমন ধানের চাষ হয়। তাই রোহিনী উৎসবের মধ্যে দিয়ে সেই চাষের কাজের সূচনা হয়

+
রোহিনী

রোহিনী উৎসব

পুরুলিয়া: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পরবগুলির মধ্যে অন্যতম রোহিনী উৎসব। এই উৎসবের মধ্যে দিয়ে বীজ বপণের কাজ শুরু হয়। গোটা জঙ্গলমহলজুড়ে এই উৎসব পালিত হয়। জেলা পুরুলিয়াতে দেখা গিয়েছে এই রোহিনী উৎসব পালিত হতে। ‌পুরুলিয়া জেলা সহ সারা জঙ্গলমহলে এই দিনটি কৃষক পরিবারগুলির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত জৈষ্ঠ মাসে এই উৎসব পালিত হয়ে থাকে। এই উৎসবটিকে বীজ পুনাহ্য বলা হয়ে থাকে।
লাল মাটির জেলা পুরুলিয়ার কৃষিকাজ নির্ভরশীল বর্ষার উপর। বর্ষার আগমনের উপর হিসাব করেই এই জেলায় আমন ধানের চাষ হয়। তাই রোহিনী উৎসবের মধ্যে দিয়ে সেই চাষের কাজের সূচনা হয়। এই উৎসবের জন্য শুদ্ধ বস্ত্র পরিধান করে ক্ষেত থেকে নিয়ে আসা হয় রোহিনী মাটি। যা সারা বছর ধরে পুজো পার্বণে ব্যবহার করা হয়। একই সঙ্গে নারী পুরুষ নির্বিশেষে এই দিন শস্য ক্ষেতে প্রথাগত পুজো ছেড়ে বীজ বপন করেন।
advertisement
advertisement
এই বিষয়ে কৃষকরা জানান কৃষি কাজের জন্য কৃষকেরা এই উৎসব পালন করে থাকেন। এই পরব মূলত কৃষি কাজের উপর নির্ভরশীল মানুষরাই করে থাকেন। এই দিন মা মনসার আরাধনা করা হয়। এই উৎসবে যদি বৃষ্টি হয় তাহলে ভীষণই শুভ বলে মনে করা হয়। জঙ্গলমহলের কৃষকদের কাছে অন্যতম উৎসব রোহিনী উৎসব। বর্ষায় কৃষি কাজের সূচনা হয় এই উৎসবের মধ্যে দিয়ে। তাই জেলা পুরুলিয়ার কৃষকেরাও মহা আনন্দের সঙ্গে এই উৎসব পালন করে থাকেন।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rohini Festival: রোহিনী উৎসব কী জানেন? দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement