North 24 Parganas News: বৃষ্টিতে হাঁটুজল বিধাননগর এবং কলকাতা শহরতলির একাধিক এলাকায়, বিপর্যস্ত জনজীবন
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Heavy rain: হাঁটু জল ভিআইপি রোড, এয়ারপোর্ট-সহ বিধাননগর, সল্টলেক জুড়ে, বেহাল অবস্থা জেলার সদর বারাসাতেরও।
উত্তর ২৪ পরগনা: রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। জেলার উত্তর থেকে দক্ষিণে একই ছবি ধরা পড়ছে সর্বত্র। রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার ফলে যানজটের সমস্যাও তৈরি হয়েছে চারদিকে।
উত্তর ২৪ পরগনা জেলা সদর শহর বারাসাতের ১৬ নম্বর ওয়ার্ড বিধানপার্ক এলাকায় অবশ্য জলমগ্ন হয়ে পড়ার এই সমস্যা দীর্ঘদিনের বলেই জানাচ্ছেন স্থানীয় এলাকাবাসীরা। বছরের পর বছর ধরে সামান্য বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এই ওয়ার্ড। তবে এবার যেন অতিরিক্ত বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে, জল ঢুকেছে স্থানীয় বাড়িগুলিতেও। জলমগ্ন হয়ে পড়েছে বারাসাত পৌরসভার একাধিক এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ প্রায় কুড়ি বছর ধরে এমন পরিস্থিতি দেখে আসছেন তারা। রাস্তা না পুকুর তা যেন বুঝে ওঠার উপায় নেই। বছরের পর বছর এমন পরিস্থিতিতে কাটালেও বদল ঘটেনি অবস্থার।
advertisement
advertisement
বারাসাত পুরসভার ৩২ এবং ৩৫ নম্বর দু’টি ওয়ার্ডই জলমগ্ন। স্থানীয়রা অনেকেই জানাচ্ছেন, নিকাশি নালার সমস্যা ও রাস্তাঘাট অনেকটাই নিচু থাকায় প্রতি বছর অল্প বৃষ্টিতে জমে জল। তবে এবার এই সমস্ত এলাকায় জমেছে হাঁটু জল। জল ঢুকেছে এলাকার বাড়িগুলিতেও। এই জল ঠেঙিয়েই এখন ছাত্র-ছাত্রী থেকে অফিসযাত্রী এবং স্থানীয় এলাকার মানুষদের যাতায়াত করতে হচ্ছে গন্তব্যে। যদিও এলাকার কাউন্সিলর অরূপ পাইন অবশ্য আশ্বাস দিচ্ছেন রাস্তা ও নিকাশি ব্যবস্থার সমস্যার সমাধান করবেন দ্রুত। বারাসাত পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বিদ্রোহী ক্লাবের খেলার মাঠ যেন পুকুরের আকার নিয়েছে, ঘুরে বেড়াচ্ছে মাছ।
advertisement
যদিও এই ব্যাপক বৃষ্টির কারণে গোটা জেলাই প্রায় জলমগ্ন। কলকাতা বিমানবন্দরের পার্কিংয়ের জায়গায় জমেছে জল। তবে বিমানবন্দরের রানওয়েতে কোন জল নেই বলেই জানা গিয়েছে। হলদিরাম, এয়ারপোর্ট, বাগুইহাটি যাওয়ার ভিআইপি রোডও জলমগ্ন। হাটু সমান জল রয়েছে ভিআইপি রোডের উপর। ভারী বৃষ্টির কারণে জলমগ্ন বিধাননগর পৌরসভার বিভিন্ন এলাকাও। জলমগ্ন সেক্টর ফাইভ, সল্টলেক। এখন কতক্ষণে এই জল নামে সেই অপেক্ষাতেই রয়েছেন সাধারণ মানুষ। যদিও গোটা জেলায় প্রশাসন তৎপরতার সঙ্গেই পরিস্থিতি মোকাবেলার চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2024 4:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বৃষ্টিতে হাঁটুজল বিধাননগর এবং কলকাতা শহরতলির একাধিক এলাকায়, বিপর্যস্ত জনজীবন
