West Medinipur News: বেলা বাড়তেই ভয়াবহ দৃশ্য! হঠাৎ করে শুনশান, ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা, তৈরি হচ্ছে ভয়ের পরিবেশ, কোথায় জানেন?
- Reported by:Ranjan Chanda
- news18 bangla
- Published by:Riya Das
Last Updated:
West Medinipur News: দশটার পর বন্ধ হয়ে যাচ্ছে দোকান পাট, রাস্তা শুনশান, মাথায় হাত পড়ছে সবজি বিক্রেতা থেকে টোটো চালক কিংবা ছোট ছোট দোকানদারদের।
পশ্চিম মেদিনীপুর: বেলা বাড়লে শুনশান হয়ে যাচ্ছে রাস্তাঘাট। দোকান বন্ধ করে দিতে হচ্ছে ব্যবসায়ীদের। মাথায় হাত পড়ছে সবজি বিক্রেতা থেকে টোটো চালক কিংবা ছোট ছোট দোকানদারদের। করোনার পর প্রায় দু’বছরেরও বেশি সময় কাটলেও লকডাউনের সেই ভয়াবহতা ফের ফিরে আসছে মানুষের মধ্যে। সারাদিনে সামান্য কিছু রোজগার হতে না হতেই ফিরে যেতে হচ্ছে বাড়িতে। গরমের ভয়াবহতার কারণে এমন চিত্র জেলা জুড়ে। কার্যত যেন আংশিক লকডাউন পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
দিনের পর দিন তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অন্যান্য জেলার পাশাপাশি মেদিনীপুর জেলার তাপমাত্রা বাড়ছে ক্রমশ। জেলার খড়্গপুরের কলাইকুন্ডার তাপমাত্রা দেশের মধ্যে সর্বোচ্চ, এমন রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়াচ্ছে প্রায় ৪৭ ডিগ্রিরও বেশি। স্বাভাবিকভাবে নাজেহাল সাধারণ মানুষ।
advertisement
advertisement
প্রসঙ্গত সকাল দশটা বাজলেই রাস্তাঘাট কার্যত শুনশান হয়ে যাচ্ছে। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত সারাদিনের নিত্য কাজ করে বাড়িতে ঢুকে যাচ্ছেন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউই। বাকি কাজ করছেন সন্ধ্যার পরে। যেন বেলা দশটা বাজলেই আংশিক লকডাউন শুরু হচ্ছে জেলা জুড়ে। একদিকে প্রখর রৌদ্রতাপ অন্যদিকে লু বওয়ার কারণে ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে। যে কারণে ফাঁপরে পড়েছেন টোটো চালক থেকে সবজি বিক্রেতা ও অন্যান্য দোকানদাররা।
advertisement
সকালবেলা সামান্য প্যাসেঞ্জার থাকলেও বেলা দশটার পর থাকছে না প্যাসেঞ্জার। কার্যত দুপুর পর্যন্ত বসে বসেই কাটাতে হচ্ছে তাদের। করোনা পরিস্থিতি কাটিয়ে উঠলেও প্রচন্ড গরমে নাজেহাল তারা। আর্থিক সঙ্কটে ভোগার আশঙ্কা টোটো চালকদের। একইভাবে সবজি বিক্রেতারাও সমস্যায় পড়েছেন। তাদের প্রতিদিনের সবজি বিক্রি হচ্ছে না, অন্যদিকে রোদের তাপে শুকিয়ে যাচ্ছে কাঁচা সবজি। যদিও বুধবার বিকেলে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বৃহস্পতিবার সকাল থেকে চড়া রোদে থাকা দায় জেলা জুড়ে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 02, 2024 7:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বেলা বাড়তেই ভয়াবহ দৃশ্য! হঠাৎ করে শুনশান, ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা, তৈরি হচ্ছে ভয়ের পরিবেশ, কোথায় জানেন?









