East Bardhaman News: ৩৮ টি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান রাস্তা এখন যেন মৃত্যু ফাঁদ! 

Last Updated:

বছর তিনেক আগেই তৈরি হয়েছিল নতুন রাস্তা।তবে তিন বছরের মধ্যেই সেই রাস্তার অবস্থা একেবারে বেহাল। গোটা রাস্তার মাঝে মধ্যেই খানাখন্দে ভরা, রাস্তার অবস্থা একদমই চলাচলের অযোগ্য।

+
বেহাল

বেহাল রাস্তা 

পূর্ব বর্ধমান : রাস্তা তো নয়, যেন ছোট খাট পুকুর!রাস্তার বেহাল দশায় নাজেহাল এলাকাবাসী। বৃষ্টি হলে পূর্ব বর্ধমানের এই রাস্তা হয়ে ওঠে একেবারে ভয়াবহ! যাতায়াত করতে গিয়ে রীতিমত হিমসিম খেতে হয় বহু মানুষকে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের অন্তর্গত নওপাড়া থেকে চক বামন গড়িয়া পর্যন্ত দীর্ঘ ১১ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বর্ষার সময় এই রাস্তা দিয়ে চলাচল একেবারেই অসম্ভব হয়ে ওঠে। গ্রামবাসীদের কথায়, এই রাস্তা দিয়ে ৩৮ টি গ্রামের মানুষ যাতায়াত করেন প্রতিদিন। মূলত একাধিক গ্রামের বাসিন্দাদের যাতায়াতের এটাই প্রধান রাস্তা। কিন্তু দীর্ঘদিনের সমস্যার এখনও কোনও সমাধান হয়নি।
স্থানীয় বাসিন্দা আনসার আলী শেখ জানিয়েছেন, এটা আর রাস্তা নেই, এখন পুকুর হয়ে গিয়েছে। রোগী নিয়ে যেতে চরম সমস্যা হয়। আমরা নাজেহাল হয়ে উঠেছি। এই রাস্তার দ্রুত সংস্কার হলে আমাদের অনেক সুবিধা হবে।স্থানীয়দের কথায়, এই রাস্তা দিয়ে রোগি নিয়ে যেতেও চরম সমস্যায় পড়তে হয়। এছাড়া একাধিক পড়ুয়াকে বিদ্যালয়েও যেতে হয় এই রাস্তা দিয়েই। পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট রামপুরিয়া হাই স্কুল, নাদনঘাট গার্লস হাই স্কুল এবং নাদনঘাট হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুলে যায়।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
তবে রাস্তার বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত ঘটে ছোট বড় দুর্ঘটনা। ফলে রাস্তার দ্রুত সংস্কার হোক সেটাই চাইছেন এলাকাবাসী। বকপুর পঞ্চায়েতের উপপ্রধান সরিদুল শেখ জানিয়েছেন, প্রশাসনের সব জায়গায় বিডিও, জেলা পরিষদ এমনকি মন্ত্রী সাহেবকেও জানানো হয়েছে। আমাকে সিডিউল দিয়ে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি এই রাস্তার কাজ শুরু হবে। এই মাস থেকেই শুরু হওয়ার কথা।
advertisement
বছর তিনেক আগেই তৈরি হয়েছিল নতুন রাস্তা।তবে তিন বছরের মধ্যেই সেই রাস্তার অবস্থা একেবারে বেহাল। গোটা রাস্তার মাঝে মধ্যেই খানাখন্দে ভরা, রাস্তার অবস্থা একদমই চলাচলের অযোগ্য। রাস্তার অবস্থা যে বেহাল তা স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানও স্বীকার করে নিয়েছেন। তবে তাঁর কথা অনুযায়ী অতি দ্রুত এই রাস্তার কাজ শুরু হবে। স্থানীয়রাও কবে এই রাস্তা ঠিক হয় সেই অপেক্ষায় দিন গুনছেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ৩৮ টি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান রাস্তা এখন যেন মৃত্যু ফাঁদ! 
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement