Road Collapsed: জলের পাইপ লাইন ফেটে বিরাট ধস উত্তরপাড়ায়

Last Updated:

Road Collapsed: ওয়ার্ডের ভেতর রাস্তার একাংশ ধসে পড়ায় ভয় ধরেছে আমজনতার মধ্যে। বাসিন্দারা পুরসভার কাছে আবেদন জানিয়েছেন যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়

+
ব্যস্ততম

ব্যস্ততম রাস্তায় নেমেছে ধ্বস 

হুগলি: জলের পাইপলাইন ফেটে বড়সড় বিপত্তি উত্তরপাড়ায়। ১২ নম্বর ওয়ার্ডের রামলাল দত্ত রোডের একাধিক জায়গায় ধস নামে শনিবার থেকে। রবিবার ধসে পড়ে ওই রাস্তার বেশ কিছু অংশ। পাইপ লাইন বসাতে গিয়ে রাস্তায় ধস নামছে বলে অভিযোগ স্থানীয়দের। এর আগেও ১২ নম্বর ওয়ার্ডে একইভাবে ধস নেমেছিল। সেই সময় পুরসভা ব্যবস্থা নিয়ে ধস মেরামতি করে। পুরসভা সূত্রের খবর জলের পাইপ লাইন ফেটে এই বিপত্তি হয়েছে।
এদিকে ওয়ার্ডের ভেতর রাস্তার একাংশ ধসে পড়ায় ভয় ধরেছে আমজনতার মধ্যে। বাসিন্দারা পুরসভার কাছে আবেদন জানিয়েছেন যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, যেদিন ধস নামতে শুরু করে সেইদিন রাতেই স্কুটিতে করে এক মহিলা যাচ্ছিলেন। তিনি রাস্তার ধসের কবলে পড়েন। স্কুটির চাকা ধসের মধ্যে আটকে যায়। ওই মহিলা গাড়ি থেকে ছিটকে পড়েন। স্থানীয় মানুষরা ছুটে এসে মহিলাকে সাহায্য করেন। এলাকার মানুষের বক্তব্য, দ্রুত ধস মেরামত না করলে আগামী দিনে আরও এমন দুর্ঘটনা ঘটতে পারে।
advertisement
advertisement
এদিকে ধস নামা জায়গায় সিপিএমের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে বিপদ চিহ্নিত করতে। স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, পুরসভার উদাসীনতার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি ধস নামার পর পুরসভার পক্ষ থেকে সময় মত জায়গাটি ঘিরে দেওয়া হয়নি বলে বামেদের অভিযোগ।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Collapsed: জলের পাইপ লাইন ফেটে বিরাট ধস উত্তরপাড়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement