Road Accident: বাসন্তি হাইওয়ে বাঁক ঘুরতে গিয়ে চরম পরিণতি, পথেই শেষ তরতাজা প্রাণ

Last Updated:

Road Accident: মিনাখাঁর বামনপুকুর খ্রিস্টান পাড়া এলাকায় একটি বাঁক ঘুরতে গিয়ে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ সামনে চলে আসা একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়

ছবি ফাইল চিত্র
ছবি ফাইল চিত্র
উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনা: পথ দুর্ঘটনায় বাসন্তি হাইওয়েতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁয়। এই দুর্ঘটনায় এক বাইক আরোহী যুবকের মৃত্যু হয়। কিছুদিন ধরেই এই এলাকায় পথ দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, সুন্দরবন যাওয়ার অন্যতম ব্যস্ত সড়ক বাসন্তি হাইওয়ে দিয়ে বাইকে করে ঘটকপুকুরের দিকে যাচ্ছিলেন দীপঙ্কর (৩১) নামে এক যুবক। তাঁর বাইকের পিছনে আরও এক যুবক বসেছিলেন। মিনাখাঁর বামনপুকুর খ্রিস্টান পাড়া এলাকায় একটি বাঁক ঘুরতে গিয়ে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হঠাৎ সামনে চলে আসা একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। সংঘর্ষের ফলে ওই বাইক চালক ও পিছনে থাকা যুবক দূরে ছিটকে পড়েন। দু’জনেই গুরুতর আহত হন।
advertisement
আরও পড়ুন: ভগ্নপ্রায় জিম সেন্টার এবার নতুন সাজে, দেখুন
দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তড়িঘড়ি করে আহতদের নিয়ে যাওয়া হয় মিনাখাঁ গ্রামীন হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করেন। জখম বাইক আরোহীকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
advertisement
ইতিমধ্যেই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছেন এবং বাইক আরোহীর দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃত যুবকের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার কাশিপুর থানা এলাকায়,। এই খবর জানাজানি হতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
জুলফিকার মোল্যা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: বাসন্তি হাইওয়ে বাঁক ঘুরতে গিয়ে চরম পরিণতি, পথেই শেষ তরতাজা প্রাণ
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement