বাইকে বাইকে সজোরে ধাক্কা, প্রাণ গেল আদিবাসী যুবকের! কাঠগড়ায় আবগারি দফতর, অবরোধ জাতীয় সড়কে
- Published by:Madhab Das
- local18
Last Updated:
আদিবাসী এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে তোলপাড়। আবগারি দফতরের আধিকারিকরা খুন করেছেন বলেই অভিযোগ মৃতার দিদির।
ডেবরা, পশ্চিম মেদিনীপুর, শোভন দাস: আদিবাসী এক যুবকের মৃত্যুকে ঘিরে তোলপাড়। আবগারি দফতরের আধিকারিকরা খুন করেছেন বলেই অভিযোগ মৃতার দিদির। দেরিতে হলেও ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। তবে এর আগে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা, যার জেরে ডেবরার কাছে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের তরফে।
আদিবাসী ওই যুবকের মৃত্যুকে ঘিরে কেন এমন উত্তেজনা ছড়ালো ডেবরায়? জানা যাচ্ছে, ডেবরার কাকড়া গ্রামের বাসিন্দা ডাক্তার সরেন নামে এক ব্যক্তির মৃত্যু হয় সোমবার। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত হয় মঙ্গলবার। ঘটনার সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ওই ব্যক্তি দ্রুতগতিতে বাইক নিয়ে আসার সময় সজোরে ধাক্কা মারে অপর এক বাইকে। এরপরই তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডেবরা গ্রামীণ হাসপাতালে। পরবর্তীকালে তাকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেদিনীপুরে তার অবস্থার অবনতি হলে তাকে ভুবনেশ্বর স্থানান্তরিত করা হয়। ভুবনেশ্বর নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার।
advertisement
আরও পড়ুন: সিঙ্গুরে নন্দীগ্রামের নার্সের রহস্যমৃত্যু! চাঁচাছোলা শুভেন্দু, দিলেন পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি
advertisement
পশ্চিম মেদিনীপুরের এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সূত্রের খবর, ঘটনার সময় এলাকায় রেড করছিলেন আবগারি দফতরের আধিকারিকরা। আবগারি দফতরের এক আধিকারিকের বাইকের সঙ্গেই ধাক্কা লাগে ওই ব্যক্তির। আবগারি দফতরের আধিকারিকরাই উদ্ধার করে তাকে এবং পরে হাসপাতালে নিয়ে যান।
advertisement
তবে ঘটনার পর ভারত জাকাত মাঝি পারগানা মহলের সদস্যরা অভিযোগ তোলেন, আবগারি দফতরের আধিকারিকরা পিটিয়ে খুন করেছে ওই ব্যক্তিকে। এরপরই আবগারি দফতরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় আদিবাসীদের তরফে। পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। অবরোধ মুক্ত হয় জাতীয় সড়ক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 10:01 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাইকে বাইকে সজোরে ধাক্কা, প্রাণ গেল আদিবাসী যুবকের! কাঠগড়ায় আবগারি দফতর, অবরোধ জাতীয় সড়কে